শেষ আপডেট: 4th December 2024 19:33
দ্য ওয়াল ব্যুরো: চলছে বিয়ের মরশুম। বিয়েতে বহু মেয়েই বেনারসী শাড়ি পরেন। সাধারণত মেয়েদের শখই থাকে বেনারসী পরে বিয়ে করার। তবে এই শাড়িতে ভারী কাজ থাকায় নিজের বিয়ে বা বিয়ে বাড়ি ছাড়া অন্য কোথাও পরা সম্ভব হয় না। কবে একটা বিয়ে বাড়ি পড়বে তারপর বেনারসী আলমারির তাক থেকে নামবে। অনেকেই আছেন যাদের বেনারসী অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে গেছে। ফেসে গেছে বা কোথাও পোকায় কেটে দিয়েছে। অনেকের জরিতেও সমস্যা হয়, জরির রং চটে যায় বা জরি কুঁচকে যায়। বিয়ের মরশুমে কীভাবে বেনারসী শাড়ি ভাল রাখবেন, টিপস দেবে দ্য ওয়াল।
মা-ঠাকুমাদের ওয়ার্ড্রব খুঁজলে, এক-আধটা বেনারসী শাড়ি পাওয়া যাবে না, এটা সাধারণত হয় না। বেনারসী শাড়ি বেনারসে তৈরি হলেও বাংলার সঙ্গে এর একটা নিবিড় যোগ রয়েছে। বহুকাল ধরেই বেনারসী পরে বিয়ে করার ট্র্যাডিশন চলে আসছে বাঙালি বাড়িতে। এই শাড়ি কিন্তু খুবই সেনসিটিভ। একটু এদিক ওদিক হলেই নষ্ট হয়ে যেতে পারে।
বেনারসী ভাল রাখতে তাই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।
বেনারসী ভারি শাড়ি, সাধারণত রোজ কেউ পরে না।, তাই এই শাড়ি একবার পরেই ধোয়ার কোনও প্রয়োজন নেই। যদি খাবার বা অন্য কিছু শাড়িতে পরে থাকে সেক্ষেত্রে ড্রাই ওয়াশ করে নেওয়া যেতে পারে। কিন্তু জলে বেনারসী শাড়ি ধুয়ে ফেলা বা বিশেষ করে বাড়িতে কেচে ফেলা একেবারেই উচিত নয়।
যে কোনও শাড়ির মতোই বেনারসী ও ভাঁজে ভাঁজে নষ্ট হতে পারে। তাই মাঝে মাঝেই আলমারি থেকে বের করে ভাঁজ এদিক-ওদিক করতে হবে।
ভাদ্র মাস বা পৌষ মাসে চড়া রোদ উঠলে বেনারসী অন্যান্য শাড়ির সঙ্গে একটু রোদে দিয়ে নিতে হবে।
আলমারিতে থাকা অবস্থায় কোনওভাবেই বেনারসী যাতে পোকায় না কাটে সেজন্য ন্যাপথলিন, দোক্তা পাতা বা এই ধরনের কিছু দিয়ে রাখতে হবে।
হ্যাঙারে করে বেনারসী রাখা উচিত নয়। তাতে বেনারসী নষ্ট হতে পারে। প্রয়োজনে সুন্দর করে ভাঁজ করে তাকে রাখতে পারেন।
অনেকের বাড়িতেই একের অধিক বেনারসীও থাকে। সে ক্ষেত্রে বেনারসীটিকে কাগজে মুড়ে রাখতে হবে এবং তারপর তার ওপর আরেকটা শাড়ি রাখতে হবে অর্থাৎ শাড়ির ওপর শাড়ি রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
এছাড়াও মসলিন কাপড় গিয়ে মুড়ে বেনারসী শাড়ি রাখা যেতে পারে। এক্ষেত্রে বহুদিন পর্যন্ত ভাল থাকবে শাড়ি এবং বেনারসী শাড়ির যে রং পাল্টানোর ব্যাপার থাকে, তা হবে না।
এছাড়াও মসলিন কাপড় গিয়ে মুড়ে বেনারসী শাড়ি রাখা যেতে পারে। এক্ষেত্রে বহুদিন পর্যন্ত ভাল থাকবে শাড়ি এবং বেনারসী শাড়ির যে রং পাল্টানোর ব্যাপার থাকে, তা হবে না।
যদি বছরে অন্তত একবার বেনারসী শাড়ি বার করে পরেন তাহলে কিন্তু শাড়ি অনেক বেশি ভাল থাকবে অনেক দিন পর্যন্ত টিকবেও।