শেষ আপডেট: 27th September 2024 19:35
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো উদযাপনে সামিল ভারতের বৃহত্তম গয়নার ব্র্যান্ড 'তনিশক।' পুজোর বিশেষ কালেকশন নিয়ে হাজির হয়েছে তাঁরা। এই সংস্থার অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী মিমি চক্রবর্তীর হাত ধরে যাত্রা শুরু করল 'আলো।' ঈশ্বরীয় আলোর প্রতীক হিসেবে অবিচল শক্তি এবং দীপ্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করবে এই নতুন কালেকশন।
কলকাতার তাল কুটিরে হয় এই অনুষ্ঠান। সূক্ষ কাজ ও নিপুণ শিল্প সঙ্গে বাঙালি কারিগরদের দক্ষতায় নতুন এই কালেকশনের গয়নাগুলি হয়ে উঠেছে আরও সুন্দর। এই কালেকশনে চালচিত্র, নৌকা ও পালকির মতো বাংলার ঐতিহ্যবাহী মোটিফের গয়না থাকছে। পাওয়া যাবে সীতাহার, বালা এবং মাফ চেইনের মতো সাবেকী গয়না।
পুজো উপলক্ষ্যে তনিশক সোনার গয়নায় গ্রাম প্রতি সর্বাধিক ৪৭৫ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। হীরের গয়নার দামে ২০% পর্যন্ত ছাড় দিচ্ছে। এছাড়া পুরনো সোনার জন্য এক্সচেঞ্জ অফারও থাকছে।
এনিয়ে তনিশকের রিজিওনাল বিজনেস হেড শ্রী সোমপ্রভ সিংহ বলেন, 'বাংলার ঐতিহ্যবাহী মোটিফ ও শিল্পকলা দ্বারা অনুপ্রাণিত এই নতুন কালেকশনটি বাঙালি নারীর শক্তি এবং দীপ্তির প্রতি শ্রদ্ধা জানায়।'
এপ্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেন, 'তনিশক-এর এই কালেকশনে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। পুজোর সময় তনিশক-এর সঙ্গে কাজ, বরাবরই স্পেশাল আমার কাছে। প্রতিবছরই বাংলার বিভিন্ন দিক এই পুজো কালেকশনে তুলে ধরার চেষ্টা করে তনিশক। এবারও তাই করেছে তারা। এমন এক ব্র্যান্ডের অংশ হতে পেরে আমি ধন্য।'