শেষ আপডেট: 2nd August 2023 03:47
দ্য ওয়াল ব্যুরো: সেই ছোটবেলায় রাতে উঠোনে কিংবা ছাদে শুয়ে অন্ধকার আকাশে (Night Sky) তারা দেখার কথা মনে পড়ে? সেভাবেই চেনা হয়ে যেত ধ্রুবতারা, কালপুরুষ কিংবা সপ্তর্ষিমণ্ডল (Stargazing)। অগুনতি তারার ঝিকিমিকির মধ্যে কেউ একটু বেশি উজ্জ্বল, কোনওটা আবার একেবারেই ছোট, প্রায় দেখাই যায় না। কখনও বা ছায়াপথ চেনার সফল কিংবা ব্যর্থ চেষ্টা। শৈশব-কৈশোরের সেসব দিন আজও মনের মণিকোঠায় সযত্নে রেখে দিয়েছেন অনেকেই। এখনের ব্যস্ত জীবন আর ফ্ল্যাটবাড়িতে না আছে সময়, না আছে ছাদ কিংবা উঠোন। ফলে তারা দেখার সেই স্মৃতিটুকুই থাক।
১. কিব্বার গ্রাম, হিমাচলপ্রদেশ: সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুট উচ্চতায় স্পিতি উপত্যকায় অবস্থিত এই গ্রামটি পুরোপুরি দূষণমুক্ত। তাই আকাশও এখানে ধূলিধূসর নয়। সেই কারণেই কিব্বারে রাতের আকাশ রীতিমতো তারকাখচিত। এই অভিজ্ঞতা একেবারেই অনন্য। কপাল ভাল থাকলে তারাদের খসে পড়াও প্রত্যক্ষ্য করতে পারবেন।
২. প্যাংগং সো লেক, লাদাখ: ১৩,৮৬২ ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদের জল নীলাভ সবুজ। মায়াময় এই হ্রদের চারপাশের পরিবেশ এতটাই সুন্দর, যে একবার গেলে আর ফিরে আসতে মন চাইবে না। দিনের বেলা তো প্যাংগং লেকে ঘুরতে যান অনেকেই। তবে কনকনে ঠান্ডায় এই হ্রদের ধারে রাতের আকাশ দেখার অভিজ্ঞতা একবারে অন্যরকম।
৩. ইয়েরকড, তামিলনাড়ু: এই জায়গাটি হল তামিলনাড়ুর ৫৩২৫ ফুট উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি জনপদ৷ এটি মূলত নয়নাভিরাম সুন্দর দৃশ্য, সুগন্ধি মশলা এবং সুস্বাদু কফির জন্য বিখ্যাত। তবে এখানে মেঘমুক্ত রাতের দৃশ্যও অত্যন্ত সুন্দর। বিশেষ করে আলোর মালায় সজ্জিত রাতের শহর দেখলে মনে হবে, আকাশটাই যেন নেমে এসেছে নীচে!
৪. কুর্গ, কর্নাটক: এই পর্যটনকেন্দ্রটি ভ্রমণপিপাসুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। ব্যাচেলর্স ট্রিপ হোক, বা মধুচন্দ্রিমার ঠিকানা, ভারতের স্কটল্যান্ড হিসেবে পরিচিত কুর্গ অনেকেরই ড্রিম ডেস্টিনেশনের তালিকার শীর্ষে থাকে। ঝর্না, পাহাড়, বৃষ্টিস্নাত জঙ্গল, কী নেই এখানে! সেসবের পাশাপাশি তারকাখচিত আকাশ দেখতে চাইলে আসতেই হবে কুর্গে। মূল শহর থেকে খানিকটা দূরে ক্যাম্প করতে হবে। প্রকৃতির মাঝে শুয়ে বা বসে রাতের আকাশ দেখার চেয়ে ভাল কীই বা হতে পারে!
৫. মাউন্ট কাটাও, সিকিম: তারা দেখতে ভালবাসেন যাঁরা, তাঁদের জন্য মাউন্ট কাটাও একেবারে আদর্শ। ১৫০০০ ফুট উচ্চতাবিশিষ্ট এই পাহাড় এবং সংলগ্ন এলাকা একবারে নিরিবিলি, এবং দূষণমুক্ত। তাই তারাভরা আকাশের দিকে তাকিয়েই এখানে কাটিয়ে দিতে পারবেন ঘণ্টার পর ঘণ্টা।
ব্রিজ তো নয়, যেন রোলার কোস্টার! ‘রোমাঞ্চকর’ এই ৬ সেতু দিয়ে হেঁটে দেখবেন নাকি?