শেষ আপডেট: 16th March 2025 15:20
দ্য ওয়াল ব্যুরো: সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? যা বাজেট করে রেখেছেন, তার থেকে বেশ কিছুটা বেশিই খরচ হতে চলেছে। কিন্তু কেন? আসলে পর্যটকদের জন্য নতুন নিয়ম আনল সিকিম সরকার। এবার থেকে সিকিমে প্রবেশ করতে হলে মাথাপিছু ৫০ টাকা এন্ট্রি ফি দিতে হবে। সিকিম রেজিস্ট্রেশন অব টুরিস্ট ট্রেড রুলস-এর অধীনে পরিবেশ রক্ষার স্বার্থে এই ফি চালু করা হয়েছে।
রাজ্য প্রশাসন জানিয়েছে, যখন পর্যটকরা হোটেলে চেক-ইন করবেন, তখনই এই ফি নেওয়া হবে। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনও ফি লাগবে না। সরকারি কাজে যারা আসবেন, তারাও এই ফি থেকে ছাড় পাবেন। একবার ফি দিয়ে পর্যটকরা টানা ৩০ দিন সিকিমে থাকতে পারবেন। তবে যদি কেউ এক মাসের মধ্যে দ্বিতীয়বার আসেন, তাহলে তাকে আবার ফি দিতে হবে।
প্রশাসনের দাবি, এই ফি রাজ্যের পর্যটন পরিকাঠামো ও পরিষেবা উন্নতির জন্য ব্যবহার করা হবে। পর্যটকদের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে পরিবেশ রক্ষা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতির ভারসাম্য বজায় রেখে পর্যটন চালিয়ে যেতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি মার্চ থেকে সিকিমে প্রবেশে পর্যটকদের মাথাপিছু ৫০ টাকা এন্ট্রি ফি দিতে হবে। পরিবেশ রক্ষা ও পর্যটন পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই ফি নেওয়া হবে। ৫ বছরের কম বয়সী শিশু ও সরকারি কাজে আসা ব্যক্তিরা ছাড় পাবেন। এক মাসে দ্বিতীয়বার এলে ফের ফি লাগবে। ফলে এবার থেকে সিকিম ভ্রমণে গেলে এই বাড়তি খরচের বিষয়টি মাথায় রাখতেই হবে।