শেষ আপডেট: 24th March 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় সংগীতশিল্পী জুটি শিলাদিত্য-সম এবার পা রাখলেন ইন্ডি-পপ দুনিয়ায়। তাঁদের প্রথম আইটেম সং ‘ফিরনি মালাই’, গেয়েছেন নবাগতা দিলাসা চৌধুরী, প্রকাশিত হল টস মিউজিকের ব্যানারে।
রবিবার আইনক্স, কোয়েস্ট মলে আয়োজিত হয় গানটির লঞ্চ ইভেন্ট। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিৎ, সংগীত পরিচালক শিলাদিত্য চৌধুরী এবং গানের প্রধান দুই মুখ ইন্দ্রাক্ষী দে ও যশ। এছাড়াও এসেছিলেন গানের ভিডিওটির সঙ্গে যুক্ত কলাকুশলীরা।
শুধু সুর নয়, এই গানে কণ্ঠও দিয়েছেন সংগীত পরিচালক সম। গানের কথা লিখেছেন সোহম মজুমদার। গানটিকে জমকালো করে তুলতে ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন মুম্বইয়ের ম্যাক এস এবং পরিচালনা ও সহ-প্রযোজনার দায়িত্বে ছিলেন সুভা যশ। ভিডিওতে নিঃসন্দেহে মোহময় উপস্থিতি এনেছেন বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ ইন্দ্রাক্ষী দে ও যশ।
সংগীত পরিচালক শিলাদিত্য-সম এনিয়ে জানিয়েছেন, 'ফিরনি মালাই' তাঁদের ইন্ডি-পপ মিউজিকে প্রথম বড় পদক্ষেপ। এমন একটি আইটেম গান তাঁরা তৈরি করতে চেয়েছিলেন যা পাড়ার অনুষ্ঠান থেকে বিয়ে বাড়ি, ফোনর প্লে লিস্ট থেকে ইউটিউব, সকলের কানে বাজবে।
তাঁদের দাবি, দিলাসা চৌধুরীর কণ্ঠ এই ঘরানার জন্য একেবারে উপযুক্ত। নতুন প্রতিভাদের সঙ্গে কাজ করাটা সবসময়ই আনন্দের। তাঁদের আশা, গানটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।