শেষ আপডেট: 18th August 2024 23:33
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে অশান্তির মধ্যেও শান্তির বাতাবরণ ফিরেছে এক মহান উদ্যোগে।
গত শনিবার কলকাতার 'লাইট হাউজ ফর্ দ্য ব্লাইন্ড' স্কুলের দৃষ্টিহীন ভাইবোনদের সাথে রাখিবন্ধন উৎসব পালন করেছে 'শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট' ।
এই রঙিন উৎসব থেকে যারা সবসময়ই ব্রাত্য, সেই দৃষ্টিহীন ভাইদের হাতে রাখি বেঁধে দিল দৃষ্টিহীন বোনেরা সহ 'শারদীয়া'-র সদস্যারাও। বঞ্চিত হননি 'শারদীয়া'-র সদস্যরাও, তাঁদের হাতেও রাখি বেঁধে দিল এই স্কুলের দৃষ্টিহীন বোনেরা। আর এভাবেই মনের দর্শনের মাধ্যমে সম্প্রীতির এই রাখি বন্ধন উৎসব সার্থকতার রূপ পেয়েছে।
‘শারদীয়া’র অন্যতম সদস্য সৌমন কুমার সাহা বলেছেন, ‘‘দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে দৃষ্টিহীনদের সঙ্গে স্পর্শের মাধ্যমে এই বন্ধনের উৎসব এইসব ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফুটিয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।’’
শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট সারা বছরই এই ধরনের সমাজ কল্যাণ কাজের সঙ্গে যুক্ত থাকে। এরপরের কর্মসূচি শারদীয়া'র আনন্দধারা, যার মাধ্যমে আসন্ন শারদ উৎসবে বারোশোর বেশি মানুষদের নতুন জামা কাপড় তুলে দিতে উদ্যোগী এই সংস্থা।