শেষ আপডেট: 5th March 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো: সবসময় ডায়েটের কড়া রেস্ট্রিকশনে নিজেকে বাঁধেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে হেলদি খাবারদাবার তো খেতেই হয় নায়িকাকে। কিন্তু তার পাশাপাশি নানারকম মোমো আর ফ্রায়েড টিট-বিটস মাঝেমধ্যেই খান নায়িকা। আসলে তিনি নিজে খেতে যেমন ভালবাসেন তেমনই মানুষকে খাওয়াতেও ভালবাসেন। ছোট একটা ক্যাফে খোলার ইচ্ছে তাঁর মনের গভীরে ছিলই। তবে এই মুহূর্তে হয়তো নতুন ভেঞ্চারে যেতেন না। কিন্তু গেলেন। কেন?
শরত বোস রোডে ঋতুপর্ণার ক্যাফে 'নিবলস' -এ বসে কথা হচ্ছিল ঋতুপর্ণার সঙ্গে।বললেন,'আমার প্রিয় বান্ধবী অনিন্দিতা এই ক্যাফেটা খুলেছিল। হেলদি টেস্টি স্ন্যাকস করত। আমার জন্য মাঝেমাঝে পাঠাতো। গত বছর হঠাৎই সে চলে গেল পৃথিবী ছেড়ে। ওর বাড়ির লোকরা এটা বিক্রি করে দিচ্ছিল। তাই আমি এটা নিলাম। এখানে হেলদি টেস্টি টিট-বিটস, আর চা, কফি , মকটেল,জুস পাওয়া যাবে ।'
ঋতুপর্ণার প্রিয় খাবারদাবারই রয়েছে 'নিবলস'-এর মেনুতে। রয়েছে নানারকম মোমো, চিকেন উইংস, টেন্ডার চিকেন,ফিশ ফিঙ্গার,ফিশ ফ্রাই, নানা ধরনের স্যান্ডুইচ, রিফ্রেশিং জুস, মকটেল আর চা কফিও।