শেষ আপডেট: 20th February 2025 21:16
মিতুল- বৌদিভাই দেখেছো পি সি চন্দ্র জুয়েলার্সের ভ্যালেন্টাইন'স অফার এক্সটেনড করেছে। পুরো ফেব্রুয়ারিটাই অফার পাওয়া যাচ্ছে।
অ্যাজ ইউজুয়াল এক্সাইটেড মিতুল।
শ্রেয়া- জানি মিতুল, পি সি চন্দ্র জুয়েলার্স ভ্যালেন্টাইন'স মান্থ অফার দিচ্ছে । আর তাই মা তোমার বিয়ের জন্য কিছু কিছু গয়না করিয়ে রাখতে চাইছেন।
মিতুল- উফ্ফ তুমিও! একটা কিছু বললেই বিয়ে বিয়ে আর বিয়ে। আশ্চর্য!!
শ্রেয়া- ( হাসতে হাসতে) কী হল মিতুল, বিয়ের কথায় এতো উত্তেজিত কেন? বিশ্বদীপের সঙ্গে ঝগড়াটগড়া হল নাকি?
এবার হেসে ফেলল মিতুল। বলল, 'আরে না না,তা কেন হবে ? ভাবছিলাম মা বাবার ম্যারেজ আনিভার্সরি আসছে। তোমার বার্থ ডে'ও আছে। তাই অফারটার সুযোগ নিয়ে নিই।'
শ্রেয়া- বাহ বাহ উত্তম প্রস্তাব। শোন মিতু, তাহলে আজ রাতে আমরা একসঙ্গে বসে গয়না কিনব। এখন রাখি, বাই।
মধুশ্রী ব্রেকফাস্ট রেডি করছিলেন। শ্রেয়া টেবিলে আসতেই বললেন, 'দেখতে দেখতে দিন চলে যাচ্ছে শ্রেয়া। পি সি চন্দ্র জুয়েলার্সের অফার কিন্তু শেষ হয়ে যাবে। মিতুলকে নিয়ে আজই বসতে হবে।'
'ওফফ তোমরা মা মেয়ে যা শুরু করেছ। গয়না কেনার জন্য এতো লাফালাফি'- নিজের মনে বিড়বিড় করছিল শ্রেয়া।
মধুশ্রী -(একটু রাগ করে)নেহাত নিজে নিজে অনলাইন কেনাকাটা করতে সাহস পাই না তাই তোমাদের বলতে হয়। আজ না হোক কাল তো মেয়েটার বিয়ে হবে। এখন অফারটা চলছিল...
শ্রেয়া- মা , অলরেডি আমার মিতুর সঙ্গে কথা হয়েছে। আজ রাতে আমরা বসব। এখন টা টা করে দাও আমাকে।
হাসতে হাসতে বেরিয়ে গেল শ্রেয়া।
সন্ধেবেলা বাড়ি ফিরে শাশুড়ি মাকে নিয়ে ল্যাপটপ খুলে বসল শ্রেয়া। বলল- 'শোনো মা ,আগে আমরা দেখে কয়েকটা সেট শর্ট লিস্ট করে রাখি।'
মধুশ্রী- ঠিক বলেছো শ্রেয়া। মিতুর ভারী সোনার গয়নায় একেবারেই ইন্টারেস্ট নেই। মন দিয়ে দেখবেই না। কিন্তু বিয়েতে তো ভারী গয়না লাগবেই। তাই না?
শ্রেয়া-সেই জন্যই তো বলছি,তোমার বাজেট বলো চটপট।
বলতে বলতেই শ্রেয়া ক্লিক করল pcchandraindia.com আর ঝরঝর করে বেরিয়ে এল অসাধারণ ডিজাইনের গয়না।
মধুশ্রী- এটা দ্যাখো তো শ্রেয়া , বেশ গলা ভরানো নেকলেসটা। নাহ কনের দুলটা তেমন ভাল লাগছে না। এটা একটু বড় করে দেখাও তো । লাল পাথর বসানো,লাল বেনারসির সঙ্গে ম্যাচ করবে...
মধুশ্রী দেবী একের পর এক দেখছেন আর মন্তব্য করে যাচ্ছেন। মন স্থির করতে পারছেন না। বিপদ বুঝে শ্রেয়া বলল, 'মিতু এখুনি ভিডিও কলে আমাদের জয়েন করবে মা। সাড়ে তিন লাখের মধ্যে দুটো সেট শর্ট লিস্ট করলাম।'
বলতে বলতেই মিতুল ভিডিও কলে।
মিতুল- ও মাকে নিয়ে বসে পড়েছ দেখছি। মা সেই হেভি জুয়েলারি দেখছে তো?
শ্রেয়া- তা তো দেখবেই বিয়ের গয়না বলে কথা। আজ অন্য কেনাকাটা নয়, এটাতেই কনসেনট্রেট কর মিতু।
মধুশ্রী ততক্ষণে হাতের বালা দেখতে শুরু করেছেন। হঠাৎ একটা ফ্লোরাল ব্রেসলেট দেখে মুগ্ধ হয়ে গেলেন।
মধুশ্রী- এটা দ্যাখ মিতু ,কী সুন্দর না?
মিতুল- খুব কিউট। বৌদিভাই দ্যাখো তোমাদের পছব্দ করা সেটটার সঙে ম্যাচ করবে।
এরপর কানের ঝোলানো দুল, আংটি, পেন্ডেন্ট অনেক কিছু কিনলেন মধুশ্রী। মায়ের সোনার গয়না কেনার বহর দেখে অবাক মিতুল আর শ্রেয়া।
মিতুল- আরে মা কী করছো? এতো গয়না কিনছো কেন!
মধুশ্রী- কারণ ভ্যালেনটাইন'স মাসে প্রতি গ্রাম সোনার দামে 220 টাকা ছাড় দিচ্ছে পি সি চন্দ্র জুয়েলার্স অনলাইন স্টোর। ভাবতে পারছিস তোরা? বিয়ের অনেকগুলো নেমন্তন্নও আছে। তাই কিনে ফেললাম। তোরাও কেন এই সময়ে। অনেকটা সাশ্রয় হবে।
মিতুল- শোনো বৌদিভাই, আজ মা যা সোনা শপিং করল ,আমার আর পেশেন্স নেই নিজের মতো করে গয়না দেখার।
শ্রেয়া- ঠিক বলেছিস রে। আমরা বরং উইক এন্ড এনজয় করব সোনা শপিং করে।
মধুশ্রী- হাতে আর দিন নেই কিন্তু । আঠাশে ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে পি সি চন্দ্র জুয়েলার্সের ভ্যালেন্টাইন'স মান্থ অফার।
মায়ের কান্ড দেখে হাসতে হাসতে মিতুল শ্রেয়া প্রায় একসঙ্গে বলে উঠল , 'তাহলে এই ভ্যালেন্টাইন'স মান্থের অফার পেতে কোথায় ক্লিক করতে হবে বলতো মা?'
মুচকি হেসে মধুশ্রী বললেন,' জানিরে বাবা জানি - pcchandraindia.com'