শেষ আপডেট: 11th March 2025 19:04
'বৌদিভাই দেখেছো? কী কালারফুল ইউনিক জুয়েলারি বানিয়েছে পি সি চন্দ্র জুয়েলার্স। প্লিজ একবার ক্লিক করো pcchandraindia.com-এ'
সক্কাল সক্কাল মিতুলের ডাক। মোবাইলটা ভাইব্রেশনে ছিল শ্রেয়ার। হঠাৎ ভাইব্রেট করায় বিরক্ত সৌভিক। 'এত সকালে কে? নিশ্চয়ই বৌদিভাইয়ের চ্যালাটা, আশ্চর্য!ভোরবেলা গয়না কিনবে' বলতে বলতে পাশ ফিরে শুলো সৌভিক।
শ্রেয়া- দেখেছি মিতু ,কিন্তু দেখাটাই সার, কেনার বাজেট কই?
মিতুল- কী যে বলো না বৌদিভাই ! তোমার গয়না কেনার বাজেট নেই? আর আমার নতুন জব ...
শ্রেয়া- (হাসতে হাসতে) নতুন জব তো কী? নতুন ফিয়ান্সে তো আছে। আর আমার? দু'বছরের পুরনো বর... বোরিং ...দ্যাখ গয়নার কথা শুনেই কেমন উল্টোদিক ফিরে শুয়ে পড়ল।
মিতুল- (একটু গলা চড়িয়ে) দাদাভাই, বৌদিভাইয়ের অভিযোগটা খণ্ডন করে দে।
সৌভিক- বাব্বা মিতু, ব্যাঙ্গালোরে গিয়ে বাংলায় দিগগজ হয়ে গেছিস দেখছি। আরে আমার তো গয়না কেনায় আপত্তি নেই। ওটা ইনভেস্টমেন্ট। আপত্তি সাতসকালে ঘুম ভাঙানোয়।
মিতুল- দ্যাখো বৌদিভাই তোমার দু'বছরের বুড়ো বর গয়না কেনার জন্য কেমন এক পায়ে খাড়া।
শ্রেয়া- মিতু তুই কি ব্রাশ করার আগেই গয়না কিনতে বসবি?
মিতুল- নাগো না। দেখলাম অনেক অফার রয়েছে পি সি চন্দ্র জুয়েলার্সের অনলাইন কেনাকাটায়, তাই ঘুম চোখেই কল করে ফেলেছি। এগারোটা নাগাদ বসি?
শ্রেয়া- তোর ফিয়ান্সেকেও ডেকে নে। এখন থেকে গয়না কেনার সাথী হোক।
সৌভিক- হোক হোক। একা আমি কেন জবাই হব? বিশ্বদীপকে আসতে বল মিতু।
ঘড়ির কাঁটা এগারোটা পার করতেই ভিডিও কলে বিশ্বদীপের হাসি হাসি মুখ।
বিশ্বদীপ- দাদা আমি হাজির।
সৌভিক- তবে আর কি ,চলো দু'জনে একসঙ্গে হাঁড়িকাঠে গলা দিই।
ততক্ষণে pcchandraindia.com ক্লিক করে গয়নার রাজ্যে ঢুকে পড়েছে শ্রেয়া মিতুল।
শ্রেয়া- দ্যাখ মিতুল একে বলে পি সি চন্দ্র জুয়েলার্সের ইউনিক কনসেপ্ট। পেন্ডেন্টটা দ্যাখ, সোনার বালতি থেকে ঝরে পড়ছে লাল নীল সবুজ হলুদ....
সৌভিক গেয়ে উঠল 'আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান...' ডান। এই ইউনিক পিসটা আমি কিনে দেবো তোমাকে।
মিতুল- বৌদিভাই দ্যাখো এই টারকোয়াইজ ব্লু বাটারফ্লাই রিংটা। কি কিউট না?
সৌভিক- তোর মন তো এখন প্রজাপতির মতো উড়ছে। তাই ওটাই তোর আগে চোখে পড়েছে ।
বিশ্বদীপ- (রোম্যান্টিক চোখে তাকিয়ে) আমি আগেই ওটা কার্ট করেছি মিতুল। আর কী মনে ধরল বলো প্লিজ।
শ্রেয়া সৌভিকের দিকে তাকিয়ে বলল, 'এবার ওরা নিজেদের মতো করে শপিং করুক। গয়না কিনতে কিনতে প্রেমে আরও রঙ ধরুক। কি মিতুল তাই তো?'
মিতুল- ধুর কীযে বলো না তুমি। এখন কী কী অফার আছে বলো ডিয়ার।
বিশ্বদীপ- আমি বলছি। সোনার দামে প্রতি গ্রামে ২০০ টাকা ছাড়,ডায়মন্ড আর জেম স্টোন ৮% ডিসকাউন্ট আর মেকিং চার্জে ....
মিতুল- (হাসতে হাসতে) খুব হয়েছে তুতলে গেলে তো? মেকিং চার্জে ২০% ডিসকাউন্ট রয়েছে সিলভার জুয়েলারি 'রিহি'তে।
সৌভিক- ঠিকই বলেছো শ্রেয়া এদের এবার ছেড়ে দেওয়া উচিত।
শ্রেয়া- শেষ প্রশ্ন বিশ্বকে। পি সি চন্দ্র জুয়েলার্সের এই অফার কত দিন অবধি আছে বলো তো?
বিশ্বদীপ- (মাথা চুলকে ) সেটা তো দেখিনি বৌদিভাই। মিতুল জানে নিশ্চয়ই।
মিতুল- ২৩ মার্চ পর্যন্ত। বৌদিভাই এর মধ্যে আর একদিন তুমি আমি বসে নেবো। এরা থাকলে মন দিয়ে কেনা যায় না। মায়ের জন্মদিনের গিফটটা কিনব।
শ্রেয়া- ওক্কে ডিয়ার। বারোটা বেজে গেছে, এবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে। বাই মিতু, বাই বিশ্ব, বাই pcchandraindia.com