শেষ আপডেট: 30th July 2024 20:54
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ডায়মন্ড প্লাজাতে চালু হল ওশিয়া হার্বালসের নতুন কিয়স্ক। এই কিয়স্কের উদ্বোধন করতে এসেছিলেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। ডায়মন্ড প্লাজার এই কিয়স্কে থাকছে ওশিয়ার বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে বেস্ট সেলার আইটেম সহ আরও নানা কিছু।
এই কিয়স্ক উদ্বোধন করতে এসে অভিনেত্রী নুসরত জাহান বলেন, 'আমি নিজে ওশিয়ার প্রোডাক্ট ব্যবহার করি। সত্যিই জিনিসগুলো খুব ভাল। আমার রোজকার বিউটি রুটিনের পার্ট ওশিয়া হার্বালস। আমি চাই ওশিয়া হার্বালসের প্রোডাক্ট আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক।'
ত্বক বা চুল কিংবা স্বাস্থ্যের যত্ন নিতে তৈরি ওশিয়া হার্বালস। হার্বালস প্রোডাক্টসের মার্কেটে ওশিয়া এখন অন্যতম একটি নাম। তাই ডায়মন্ড প্লাজায় ওশিয়ার এই নতুন কিয়স্কে থাকছে সবার জন্য বেস্ট সেলিং আইটেমের কমপ্লিমেন্টরি স্যাম্পেল। ওশিয়া হার্বালসের সিএমডি কুন্ডলিয়া বলেন, 'আমরা ভীষণই খুশি ওশিয়া হার্বালসের প্রোডাক্টকে কলকাতার মানুষের কাছে নিয়ে আসতে পেরে। আমাদের এখানে আপনারা সমস্ত ধরনের হার্বাল ও ন্যাচারাল প্রোডাক্ট পাবেন। আমরা সবসময় চেষ্টা করি হাই কোয়ালিটি ও ইকো ফ্রেন্ডলি বিউটি প্রোডাক্ট বাজারে নিয়ে আসতে। আশা করছি ডায়মন্ড প্লাজার এই নতুন কিয়স্ক আপনাদের ভাল লাগবে।'