শেষ আপডেট: 23rd December 2022 12:49
নতুন বছরে ঘুরে দেখুন নতুন নতুন ক্যাফে-রেস্তরাঁ, নতুন মেনু সাজিয়েছে কলকাতা থেকে সুন্দরবন
কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ সেজে উঠেছে ক্রিসমাস ও নববর্ষকে স্বাগত জানাতে (New Year New Menu)। রকমারি মেনুর এলাহি আয়োজনে কোথায়, কী মিলবে, খবর নিলেন চৈতালি দত্ত।
নারুমেগ
ক্রিসমাস ফেস্টিভ মেনুতে মিলবে রোস্টেড চিকেন, স্টার ফ্রায়েড গ্রিলড পর্ক সসেস, থিক অ্যান্ড ক্রিমি ব্রকোলি আমন্ড স্যুপ, দ্য বাটার চিকেন লাসাগনা, দ্য মটন কিমা কষা ডিস্ক, দ্য চিকেন হাওয়াইয়ান সালাড ইত্যাদি।
খরচ: ১০০০ টাকা + কর (২ জন)।
যোগাযোগ: ৬২৯০২৩৪৩৪৩।

ক্যাফে ইয়োনডর
২৪ ডিসেম্বর থেকে এখানে শীতের মেনু মিলবে। উল্লেখ্য পদ হল, টার্কি ব্রকোলি স্যুপ, বাও ইত্যাদি। খাবারের পাশাপাশি রয়েছে রকমারি ডেজার্ট, বেভারেজ।
খরচ: ১০০০ টাকা (২ জন)।
যোগাযোগ: ৯৮৩১৬৫৭৩০০।

বুনাফিল
এখানে শীতের স্পেশাল মেনু মিলবে ১২ জানুয়ারি পর্যন্ত। অরেঞ্জ অ্যান্ড কফি, চোকো এসপ্রেসো শট, বুনাফিল স্পেশাল হট চকোলেট, স্পাইসি অ্যান্ড পর্ক রোস্ট, পর্ক টরটিলা ব়্যাপ, ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক, কাপ কেক ইত্যাদি।
খরচ: ১১০০ টাকা (২জন)
যোগাযোগ ৯০৫১৪৮৮৫৪৮।

বোহো স্কাই ক্যাফে গড়িয়া
৩১ ডিসেম্বর পর্যন্ত এখানে স্পেশাল ডিশ মিলবে। যেমন গ্রিলড পোলো সিজার স্যালাড, পেরি পেরি পোটাটো ফ্রাই, ক্রিস্পি ন্যাচোস, বাফেলো উইন্স, গ্রিলড চিকেন বার্গার ইত্যাদি । এছাড়াও রয়েছে রকমারি স্যান্ডউইচ, পিৎজা, মকটেল।
খরচ: ১২০০ টাকা (২ জন)।
যোগাযোগ: ৭৪৩৯১৯৯১৫৭।

চাওম্যান
এদের প্রতিটি আউটলেটে ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্পেশাল মেনু মিলবে। উল্লেখযোগ্য মেনু কোরিয়ান চিকেন উইংস, রোস্টেড চিলি পর্ক, কলকাতা স্টাইল চিলি চিকেন, চাওম্যান স্পেশাল নুডুলস, স্পাইসি অরেঞ্জ চিকেন ইত্যাদি।
খরচ: ১১০০ টাকা+কর (২ জন)। অনলাইনে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।
যোগাযোগ: ১৮০০৮৯০২১৫০।

ক্যাফে অফবিট
২৪ থেকে ১ জানুয়ারি পর্যন্ত এখানে ক্রিসমাস স্পেশাল মেনু পাওয়া যাবে। ভেজ নিউ বার্গ, রোস্টেড পেপার গ্রিলড মাশরুম স্যান্ডউইচ, রোস্টেড চিকেন স্যালাড, ভেজ থুকপা চিকেন, মোমো থুকপা ইত্যাদি ছাড়াও মিলবে রকমারি স্বাদের মকটেল।
খরচ: ৭০০ টাকা + কর (২ জন)।
যোগাযোগ: ৭০০৩৭৯৫৩১৯।

দ্য বিরিয়ানি ক্যান্টিন
২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি কলকাতা চিকেন বিরিয়ানি, হায়দ্রাবাদি মটন বিরিয়ানি, কাবাব, জাফরানি ফিরনি ইত্যাদি মিলবে।
খরচ: ৮০০ টাকা + কর (২ জন)।
যোগাযোগ: ৭০০৩৭৯৫৩১৯।

ঝড়ে জলে জঙ্গলে, সুন্দরবন
এটি একটি ইকো হেরিটেজ রিসর্ট। ইকো ফ্রেন্ডলি। ইচ্ছে করলে এখানে উইক এন্ডে বেড়ানো যেতে পারে। ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এখানে স্পেশাল মেনু মিলবে। আমেরিকান ব্রেকফাস্ট, পনির মালাই টিক্কা, তন্দুরি মাশরুম, লুচি, বাসন্তী পোলাও, আলুর দম, কষা মাংস, ডিমের ডেভিল, চিংড়ি মালাইকারি, রসমালাই ইত্যাদি।
খরচ: নন এসি রুম প্যাকেজ ১৪,০০০ টাকা+জিএসটি (প্রতি রুম, ২ রাত্রি ৩ দিন)। এসি রুম প্যাকেজ ১৫,০০০ টাকা + জিএসটি (প্রতি রুম, ২ রাত্রি ৩ দিন)। বিশেষ আকর্ষণ নৌকা বিহার, বিনোদনমূলক অনুষ্ঠান, প্যাডেল বোটিং, ইনডোর গেম, ক্রিকেট, ফুটবল ইত্যাদি।
যোগাযোগ: ৯৮৩৬১৩৭৬৪৭।

৯৯
ফ্রায়েড ফিশ অ্যান্ড চিপস, চিকেন/ভেজ রাইস, চিলি ফিশ, চিকেন পিৎজা, স্যান্ডউইচ, স্যালাড রয়েছে। স্পেশাল থালির আয়োজনও রয়েছে, যা ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মিলবে।
খরচ: কমপক্ষে ১৯৮ টাকা + কর (২ জন)
যোগাযোগ: ৯৮৩০৩০৬১৯২।

মুরগির ‘মাতাল’ কারি দিয়ে শুরু করুন নতুন বছর! বাঙালি পদেই নয়া চমক সপ্তপদী রেস্তোরাঁয়