ন্যাশানাল লিপস্টিক ডে
শেষ আপডেট: 28th July 2024 22:08
দ্য ওয়াল ব্যুরো: আগেকার দিনে মা, কাকিমাদের দেখতাম কিছু সাজগোজ করুন বা না করুন, একটা লিপস্টিক সবসময় সঙ্গে থাকত। কোথাও যাওয়ার আগে ঠোঁটে একটু রং মেখে নিলেই তাঁরা রেডি। যদিও এখন সাজগোজের সংজ্ঞাটাই পুরো বদলে গেছে। আগে স্কিনকেয়ার তারপর মেকআপ। সেই মেকআপেরও রয়েছে নানাবিধ স্টেপ। এখনকার যুগের মহিলারা ভালথাকা ও ভাললাগা নিয়ে অনেক বেশি সচেতন। ময়েশ্চারাইজার, সিরাম, কনসিলার, কালার কারেক্টার, ফাউন্ডেশন, আইব্রো, লাইনার, মাসকারা ছাড়াও আরও নানাবিধ ধাপ পেরিয়ে আসে লিপস্টিক। যেটা ছাড়া যেকোনও মহিলার সাজই অসম্পূর্ণ।
আচ্ছা আপনারা কী জানতেন যে ২৯ জুলাই সারা দেশে পালিত হবে ন্যাশানাল লিপস্টিক ডে। হ্যাঁ, এই স্পেশ্যাল দিনে কোন ধরনের স্পেশ্যাল লিপস্টিক হতে পারে আপনার সঙ্গী তারই খোঁজ থাকল এই প্রতিবেদনে।
১) স্টুডিওওয়েস্ট সিডিউস ইনটেন্স ০৩ রুজ রেড লিপস্টিক
যদি কোনও স্পেশ্যাল অনুষ্ঠানে যাওয়ার থাকে তাহলে স্টুডিওওয়েস্টের রুজ রেড লিপস্টিক হবে আপনার পারফেক্ট ম্যাচ। শাড়ি হোক বা কোনও ওয়েস্টার্ন ড্রেস, ঠিকঠাক মেকআপ করে যদি এই লিপস্টিক আপনি ঠোঁটে লাগান তাহলে আর দেখে কে! সবাই আপনাকেই দেখবে সেটা কিন্তু নিশ্চিত। বোল্ড, স্ট্রাইকিং লুক পেতে লাগাতে পারেন এই লিপস্টিক। দাম ৬৯৫ টাকা।
২) স্টুডিওওয়েস্ট অ্যামিউস শিমার ০১ রুজ লিপস্টিক
শিমার রেড নামটা শুনেই বোঝা যাচ্ছে এই বোল্ড কালারের লিপস্টিক শুধু আপনার ঠোঁটের জেল্লা দ্বিগুন করে তুলবে তাই নয় আপনাকে করে তুলবে যেকোনও অনুষ্ঠানের মধ্যমণি। এই লিপস্টিকটির দাম ৬৯৫ টাকা।
৩) স্টুডিওওয়েস্ট পিঙ্ক ভিভিড ম্যাট পি-৮২ লিপস্টিক
স্টুডিওওয়েস্টের এই লিপস্টিক একবার লাগালে চলবে সারাদিন ফলে বারবার লিপস্টিক লাগানোর ঝামেলা থাকবে না। কালারটা এতই মিষ্টি যে আপনার সাজকে আরও ফুটিয়ে তুলবে এই রং। আর যাদের চ্যাপড লিপসের সমস্যা রয়েছে তাঁদের জন্যেও ভাল এই লিপস্টিক। দাম মাত্র ৩৯৫ টাকা।
৪) স্টুডিওওয়েস্ট নুড পিঙ্ক প্রালিন কোলাজেন প্লাম্পিং লিপস্টিক
এখন লিপস্টিক জগতে ট্রেন্ডে চলছে নুড কালার। অর্থাৎ যে রংগুলো খুব একটা জমকালো নয় বরং একটু প্যাস্টেল শেডের দিকে সেগুলোকে বলা হয় নুড। নুড কালারের মধ্যেও পছন্দের তালিকায় একদম উপরের দিকে রয়েছে নুড পিঙ্ক। স্টুডিওওয়েস্টের এই নুড পিঙ্ক লিপস্টিক যেকোনোও অনুষ্ঠানের জন্য মানানসই। একবার এই লিপস্টিক লাগালে তা অনেকক্ষণ থাকবে সঙ্গে আপনার ঠোঁটও থাকবে হাইড্রেটেড। এই লিপস্টিকটির দাম মাত্র ৩৯৫ টাকা।
৫) স্টুডিওওয়েস্ট ব্লুম ব্রাউন ০৩ ডালিয়া লিপ জেলি
স্টুডিওওয়েস্টের এই লিপ জেলি আপনার ঠোঁটের ন্যাচারাল রংকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলবে। এই লিপ জেলি ঠোঁটে লাগালে একটুও স্টিকি ফিল হবে না। যারা প্রতিদিন বাইরে বেরোন, কাজে যান তারা নিয়মিত ব্যবহার করতে পারেন এই লিপ জেলি। দাম ওই মাত্র ৩৯৫ টাকা।
৬) স্টুডিওওয়েস্ট ব্লুম ব্রাউন ০৬ ক্যারামেল লিপ গ্লস
অনেক মহিলারাই এখন লিপস্টিক ছেড়ে লিপ গ্লসের দিকে ঝুঁকছে। কারণ এতে আপনার ঠোঁট ভালও থাকবে আবার একটা আলাদা শাইনও দেখতে পাবেন। স্টুডিওওয়েস্টের এই ব্লুম ব্রাউন লিপগ্লস আপনাকে রিচ এবং ক্যারামেলি একটা লুক দেবে সঙ্গে আপনার ঠোঁটকে নরমও রাখবে সারাদিন। এই লিপগ্লসের দাম মাত্র ৩৯৫ টাকা।
৭) মোডিকেয়ার আরবান কালার লন্ডন লাভ মি ম্যাট আল্ট্রা সিম লিপকালার
এই লিপস্টিকের ইউএসপি হল, ঠোঁটকে বহুক্ষণ হাইড্রেটেড রাখবে, অথচ ম্যাটফিনিশ রংও এতটুকু ফিকে হবে না সারা দিনভর। ঠোঁটের উপর ভেলভেট স্পর্শ করার মতো পোঁচ লাগালেই কাজ শেষ। হাই অ্যাবসর্বিং টেকনোলজি ঠোঁটতে ভরিয়ে দেবে মসণ অথচ ম্যাট লুকে। ১২টা শেড রয়েছে এই লিপস্টিকের। এর দাম ৭৯৫ টাকা।
৮) মোডিকেয়ার টু গুড টু বি ক্রিম লিপস্টিক
ভাইব্র্যান্ট রঙের এই লিপস্টিক আপনাকে বিদেশি প্রসাধনীর অনুভূতি দেবে। চকচকে হাইড্রেটেড ঠোঁটজোড়া হয়ে উঠবে আরও লাস্যময়ী। দীর্ঘক্ষণ গ্লসি ফিনিশ পেতে চাইলে এই লিপস্টিক আদর্শ। এতে ঠোঁটের স্বাস্থ্যও ভাল থাকবে, কারণ শিয়া বাটার আর ভিটামিন ই-র উপস্থিতি। এর জেরে ঠোঁট হয়ে উঠবে তুলতুলে নরম ও ফোলাফোলা। এই প্রোডাক্ট ১০০% ভেগান বলে দাবি সংস্থার। এক একটি লিপস্টিকের দাম ৩৫৯ টাকা করে।
৯) মোডিকেয়ার আর্বান কালার লন্ডন পাওয়ার ম্যাট ট্রান্সফার প্রুফ লিকুইড লিপকালার
ম্যাটফিনিশে চড়া কালার পছন্দ করলে এই লিপস্টিক সংগ্রহে রাখতেই হবে। সন্ধের পার্টিতে ড্রামাটিক লুক দেবে আপনাকে। হাই কভারেজ এই লিপস্টিকে ঠোঁট থাকবে হাইড্রেটেড, নরম, তুলোর মতো ফুলোফুলো। ম্যাট হলেও শুকনো ভাব একেবারেই আসবে না। ভিটামিন ই সমদ্ধ এই লিপস্টিকের এক টানেই ঠোঁট হয়ে উঠবে অন্যরকম, মায়াবি। আট ঘণ্টা পর্যন্ত হবে না স্মাজও। ৪৯৯ টাকা দাম।
১০) মোডিকেয়ার আরবান কালার লন্ডন আল্ট্রা প্রেসিশন লিপলাইনার
লিপস্টিকের প্রসাধনকে সুন্দরতর ও নিখুঁত করে তুলতে অবশ্য প্রয়োজনীয় টুল হল, লিপলাইনার। সীমানার বাইরে লিপস্টিক যাতে বেরিয়ে না যায়, ঠোঁট যাতে আরও স্পষ্ট দেখায়, ঠোঁটের মাপ যাতে নিজের মনের মতো করে আঁকা যায়, সে জন্য অত্যন্ত জরুরি লিপস্টিক পরার আগে লিপলাইনার লাগানো। দিন হোক বা রাত, মোডিকেয়ারের এই রেঞ্জের লিপলাইনার আপনার আত্মবিশ্বাসই বাড়িয়ে দেবে। ৩৫০ টাকায় পেয়ে যাবেন এই লিপলাইনার।