শেষ আপডেট: 26th December 2023 17:23
দ্য ওয়াল ব্যুরো: বছর প্রায় শেষ হওয়ার পথে। সারা বছরই মানুষের ঘুরতে যাওয়ার হুজুগ লেগে থাকলেও বছর শেষে এবং নতুন বছরের শুরুতে একটা বড় ট্রিপের পরিকল্পনা অনেকেই করে থাকেন। মাঝে দুটো বছর কোভিডের কারণে মানুষ কোথাও বেরোতে পারেনি ফলে কোভিড পরিস্থিতি শেষ হতে না হতেই চাঙ্গা হয়ে ওঠে পর্যটন ক্ষেত্র।
শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও বেড়াতে যাওয়ার প্রবণতা বেড়েছে নজরে পড়ার মতো। যাওয়া থেকে শুরু করে ঘোরার খুঁটিনাটি পরিকল্পনা সবকিছুই এখন পেয়ে যাবেন গুগলের একটা সার্চে। চলুন জেনে নিই ২০২৩ সালে ঘুরতে যাওয়ার জন্য গুগলে সবথেকে বেশি 'সার্চড' জায়গা কোনগুলি?
১) ভিয়েতনাম
তোমার নাম আমার নাম ভিয়েতনাম। গত শতকের সাতের দশকে এই স্লোগানে উজ্জীবিত হতেন বামপন্থীরা সেই ভিয়েতনামই রয়েছে গুগল সার্চের শীর্ষে। বাঙালি থেকে শুরু করে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ ঘুরতে গেছেন ভিয়েতনামে। ভিয়েতনাম যেমন কম খরচাসাপেক্ষ তেমনই এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার চেখে দেখার সুযোগ। কোথায় থাকবেন, কী খাবেন, কোথায় ঘুরবেন এই বিষয়ে গুগলে সবথেকে বেশি খোঁজা হয়েছে ভিয়েতনামের ব্যাপারে।
২) গোয়া
গুগল সার্চে দ্বিতীয় স্থানে রয়েছে গোয়া। এমনিতেই ভারতের গোয়াতে সারাবছরই পর্যটকদের ভিড় লেগে থাকে, এই বছরেও সেই ভিড় কিন্তু কমেনি বরং বেড়েছে। বিচ, পার্টি, নাইট লাইফ, ভাল খাওয়া দাওয়া এবং কম দামে পানীয় যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে গোয়ার কোনও দ্বিতীয় বিকল্প নেই।
৩) বালি, ইন্দোনেশিয়া
তৃতীয় স্থানে রয়েছে বালি। হানিমুন কাপলদের কাছে সবচেয়ে বেশি পছন্দের জায়গা এই বালি। এখানকার প্রধান আকর্ষণই হল মাইলের পর মাইল জুড়ে থাকা সমুদ্র সৈকত। এমনকী ইন্দোনেশিয়ার সরকার বালিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র বানাতে কোনও কার্পণ্য করেনি।
৪) শ্রীলঙ্কা
চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ২০২৩ সালে দেখা গেছে শ্রীলঙ্কায় ভারতীয় পর্যটকদের সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে গেছে। পর্যটক বাড়ানোর জন্য শ্রীলঙ্কা সরকার ভারতীয়দের ভিসায় ছাড় পর্যন্ত দিয়েছে। প্রতিবেশী দেশ হওয়ার সুবাদে ভারতের নাগরিকদের ভিড় যেমন বেড়েছে তেমনই প্রচুর অন্যান্য দেশের পর্যটকদেরও দেখা গেছে শ্রীলঙ্কায়।
৫) থাইল্যান্ড
সমুদ্র উপকূলবর্তী এই দেশ রয়েছে গুগল সার্চের পঞ্চম স্থানে। থাইল্যান্ডের নাইট লাইফের কথা কমবেশি সবাই জানেন। এই দেশ যেন রাতের বেলা আরও বেশি করে জেগে ওঠে। এছাড়া ভারত থেকে থাইল্যান্ডের দূরত্বও তেমন বেশি নয় ফলে কম খরচে বিদেশ ভ্রমণ করার জন্য অনেকেই বেছে নেন থাইল্যান্ডকে।