শেষ আপডেট: 6th November 2023 17:18
দ্য ওয়াল ব্যুরো: এখন কলকাতার আনাচে কানাচে রয়েছে অজস্র ক্যাফে। কোনটা ছেড়ে কোন ক্যাফেতে যাবেন সেটা ভাবতে ভাবতেই ছুটির দিন ফুরিয়ে যেতে পারে। নান্দনিক পারিপার্শ্বিকের মধ্যে নিজস্ব কোণ খুঁজে নিয়ে যাঁরা কফির কাপে চুমুক বা নতুন খাবারের স্বাদ নিতে চান তাঁদের জন্য রইল কয়েকটি ক্যাফের খোঁজ।
১) পোচ
কলকাতার লেক রোডে নতুন সংযোজন পোচ ক্যাফে। তিনতলা এই ক্যাফেতে রয়েছে বিভিন্ন ডাইনিং সেকশন। নিজের মনমতো জায়গা বেছে নিয়ে বসে পড়ুন। কলকাতার কোলাহল থেকে কিছুক্ষণ মুক্তি পেতে যেতে পারেন এখানে। পুরো ক্যাফেটাই ইতালীয় ঘরানায় তৈরি। প্যাস্টেল শেডে চোখ জুড়নো সবুজ আর দুর্দান্ত স্বাদের খাবার আপনার স্মৃতিতে থেকে যাবে বহুদিন।
ঠিকানা - পি ৫৬২, হেমন্ত মুখার্জী রোড, লেক টেরেস, বালিগঞ্জ, কলকাতা ২৯
২) পিংক সুগারস
যদি গোলাপি রঙের প্রতি একটু বেশি ঝোঁক থাকে তাহলে এই ক্যাফে শুধুমাত্র আপনার জন্যেই। সবকিছুই গোলাপি, ক্যাফের বাইরে, ভেতরে, আসবাবে শুধুই বিভিন্ন ধরনের গোলাপি আভা। কলকাতার প্রথম ‘অল পিংক ক্যাফে’ কিন্তু এটাই। লন্ডনে বহু এক কালারের থিম ক্যাফে রয়েছে, সেখান থেকেই অনুপ্রেরণা নিয়ে বানানো এই ক্যাফে।
ঠিকানা- এডি ৩৭, সেক্টর ১, বিধাননগর, কলকাতা ৬৪
৩) আর্টসি-কফি অ্যান্ড কালচার
কলকাতার এই ক্যাফের প্রতিটা কোণই যেন এক একটা ছবি। খাওয়া দাওয়া, দেওয়ালে হলুদ-নীল রঙের ছোঁয়া, নানা রঙের খড়খড়ির জানলা, কাঠের চেয়ার টেবিল, পেন্টিং দিয়ে সাজানো পুরো ক্যাফেটা। ভেতরে বৈঠকখানার স্টাইলে বানানো খাওয়ার জায়গা। এমনকী এখানে ওপেন মাইক পোয়েট্রি, স্ট্যান্ড আপ কমেডি ছাড়াও বিভিন্ন ওয়ার্কশপ হয়।
ঠিকানা- গ্রাউন্ড ফ্লোর, ২৩০/বি, আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, মিন্টো পার্ক, ভবানীপুর, কলকাতা ২০
৪) দ্য কান্ট্রি হাউস
নামেই লুকিয়ে ক্যাফের থিম। হ্যাঁ, কলকাতার এই ক্যাফেতে গেলেই মনে হবে বিদেশের কোনও শহরের প্রান্তের এক ক্যাফেতে বসে আছেন। পুরো ক্যাফেটাই সাদা রঙের সঙ্গে প্রচুর গাছপালা দিয়ে সাজানো। ফ্রান্স বা ইতালির বাড়িগুলো যেমন দেখতে হয় অনেকটা সেরকমই। বড় বড় নীল জানলা, সুন্দর আলো, ছিমছাম সাজানো গোছানো দেখলেই মন ভালো হয়ে যাবে। ক্যাফের সামনে বিরাট একটা গাছ রয়েছে, যার মধ্যে দিয়ে আসা সূর্যের আলো অদ্ভুত মায়ার পরিবেশ তৈরি করে।
ঠিকানা - ৪ সি, অ্যালেনবাই রোড, শ্রীপল্লী, ভবানীপুর, কলকাতা ২০
৫) সিয়েনা স্টোর অ্যান্ড ক্যাফে
কলকাতায় এখন বুটিক কাম ক্যাফের চল বেশ ভালই বেড়েছে। অসামান্য ডেকর, দারুন খাওয়া দাওয়া সঙ্গে জমিয়ে কেনাকাটা, সবকিছুই এক ছাদের তলায়। এই ক্যাফেতে বাইরে এবং ভেতরে দুই জায়গাতেই বসার ব্যবস্থা রয়েছে। কোনওদিন গড়িয়াহাট চত্বরে থাকলে শপিং করতে করতে হাঁপিয়ে গেলে এক ফাঁকে চলে যান এই ক্যাফেতে।
ঠিকানা - ৪৯, ১, গোলপার্ক, হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাট, কলকাতা ২৯
৬) ওয়াবি সাবি
কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে একটা বাড়ি অন্তর ক্যাফে। তার মধ্যে এই ক্যাফেটা কিন্তু বেশ ইউনিক। এই ক্যাফের নামের আক্ষরিক অর্থ, ত্রুটির মধ্যে থেকেই সৌন্দর্যকে খুঁজে নেওয়া। কিন্তু এই ক্যাফের কোনওকিছুই ত্রুটিপূর্ণ নয়। সবই খুব সুন্দর সাজানো গোছানো, সুন্দর আলো, কাঠের বসার জায়গা, ক্যাফের দেওয়াল জুড়ে রংবেরঙের আঁকা। যাওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন এই ক্যাফেতে কিন্তু কেবলই নিরামিষ খাবার পাওয়া যায় তবে সেগুলো এতই সুস্বাদু যে আমিষ না পাওয়ার জন্য কোনও অতৃপ্তি থাকে না।
ঠিকানা - ১০, ডঃ শরৎ ব্যানার্জী রোড, লেক মার্কেট, কালীঘাট, কলকাতা ২৯