শেষ আপডেট: 28th June 2023 14:36
দ্য ওয়াল ব্যুরো: মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যজুড়েই শুরু হয়ে গেছে বৃষ্টি। গত কয়েকদিনের বৃষ্টিতে অনেকটাই কমে গেছে তাপমাত্রা। মনোরম আবহাওয়ায় অনেকেরই কাজে মন বসছে না। বাঙালি এমনিতেই ভ্রমণপ্রিয়, ফলে অনেকেই বর্ষায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে ধসের কারণে পাহাড়ে ঘুরতে যাওয়া অনেক সময়েই হয়ে ওঠে না। তাই এই বর্ষায় ঘুরতে যাওয়ার জন্য ভারতের কয়েকটি জায়গার খুঁটিনাটি রইল আজ (monsoon travel)।
লোনাভালা: সহ্যাদ্রি পর্বতমালার কোলে অবস্থিত লোনাভালা মহারাষ্ট্রে অবস্থিত। ঘন সবুজ জঙ্গল আর পাহাড়ের অপরূপ নৈসর্গিক দৃশ্য দেখার জন্য এখানে পর্যটকরা ভিড় জমান। বর্ষায় লোনাভালার বৃষ্টিস্নাত জঙ্গলের রূপ মগধ করার মতোই।
কুর্গ: কর্নাটকের এই শহরটিকে ভারতের স্কটল্যান্ড বলা হয়। ঝর্না, পাহাড়, অসাধারণ সবুজ জঙ্গল-কী না নেই এখানে! শুধু ভারত নয়, কুর্গে ঘুরতে আসেন বিদেশিরাও।
মুন্নার: কেরলের এই শহরটিকে বলা হয় দক্ষিণের কাশ্মীর। এখানে রয়েছে বিশালাকার জলপ্রপাত, অজস্র ছোট-বড় নদী, দিগন্তবিস্তৃত চা-বাগান, আর পাহাড়। বর্ষায় শান্তিতে কয়েকটা দিন কাটানোর আদর্শ ঠিকানা এই শহর।
কোদাইকানাল: এটি তামিলনাড়ুর একটি জনপ্রিয় পর্যটনস্থল। অনেকে এই শহরটিকে পাহাড়ের রাজকন্যা বলেও ডাকেন। এখানে খাড়া পাহাড়ের উপর দিয়ে বয়ে যায় জলধারা, তারপর ঝর্না হয়ে ঝরে পরে গিরিখাতে। বর্ষায় কোদাইকানালের রূপ সত্যিই দেখার মতো।
মহাবালেশ্বর: আরব সাগরের তীরের এই শহরটি মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। এখানে পাহাড়ের খাঁজে খাঁজে রয়েছে নীল জলের হ্রদ। বর্ষার ধূসর মেঘ প্রতিফলিত হয় সেই জলে। সেই দৃশ্য একবার দেখলে ভোলার নয়। এখানে গেলে পাহাড়ের চূড়ায় মহাবালেশ্বর মন্দিরে যেতে ভুলবেন না। এছাড়া রয়েছে পঞ্চগঙ্গা মন্দির, কৃষ্ণবাই মন্দির। অবশ্যই যাবেন প্রতাপগড় দুর্গ। ভেন্না হ্রদে নৌকাবিহারেরও ব্যবস্থা রয়েছে।
ওয়েনাড: পশ্চিমঘাট পর্বতমালার কোলে অবস্থিত কেরলের এই শহরটি মূলত ধান চাষের জন্য বিখ্যাত। কুয়াশামাখা পাহাড়ের ধাপে সবুজ মাঠ, মিষ্টি জলের প্রস্রবণ, ঘন নীল জলের হ্রদ দেখার জন্য ভ্রমণপিপাসুরা ভিড় জমান এখানে। এখানের জীববৈচিত্রও অসাধারণ। শহর থেকে অল্প দূরেই রয়েছে বন্দিপুর ন্যাশনাল পার্ক। সেখানে হাতি, বাঘ, লেপার্ড, হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মেলে।
শিলং: মেঘালয়ের এই শৈলশহর ভারতের উত্তর-পূর্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। চুনাপাথরের গুহা, জলপ্রপাত, বৃষ্টিধোয়া পাহাড় দেখলে চোখ জুড়িয়ে যাবে। এখানে শুধু বর্ষায় নয়, সারা বছরই হালকা-মাঝারি বৃষ্টি চলতেই থাকে। সুপ্রাচীন খাসি সংস্কৃতির সঙ্গে পরিচয় করতে চাইলে আসতেই হবে পূর্ব ভাতের স্কটল্যান্ড হিসাবে পরিচিত এই শহরে। সুবিশাল উমিয়াম লেক একেবারে ছবির মতোই সুন্দর। এছাড়া রয়েছে শিলং পিক, যেখান থেকে গোটা শহর দেখা যায় পাখির চোখে। রয়েছে নামী অনামী একাধিক প্রাকৃতিক গুহা।
ডুয়ার্সে এই লজের মধ্যে দিয়েই বয়ে যাচ্ছে নদী, কুর্গের বিলাস-রিসর্টের চেয়ে কম কীসে