শেষ আপডেট: 15th March 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো: গরম পড়ে গেছে। সকাল হোক বা সন্ধে, একটু ঘরে হাওয়া ঢোকার জন্য সকলেই জানালা খোলা রাখবেন এই সময়। গরমের চোটে মশারি টাঙানোতেও অনেকের আপত্তি থাকে। সবই ঠিক আছে, বাধ সাধে মশা। এই একটা জিনিসকে অনেকেই ভয় পান। বিরক্তও হন। গরমে ঘরে মশার হাতে রক্ষা পেতে কয়েকটি টোটকা অ্যাপ্লাই করতে পারেন। ঘরোয়া উপায়েই মশার উৎপাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।
রসুনের গন্ধ মশার যম
মশা রসুনের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। রসুন দেখলেই মশা পালায়, এমন কথা অনেকেই বলেন। আসলে রসুনের গন্ধে পালায়। কীভাবে রসুন ব্যবহার করলে এমনটা সম্ভব? কয়েকটি রসুনের কোয়া জলে সেদ্ধ করে নিন। সেই জল ঠান্ডা হয়ে গেলে ঘরের কোণায় ছিটিয়ে দিন। দেখবেন, মশা দ্রুত পালিয়ে যাবে। যদি তা না করতে পারেন, ওই ফুটন্ত জল ধোঁয়া ওঠা সমেত ঘরে এনে রাখুন, দরজা-জানালা বন্ধ করে দিন। দেখবেন মশার উৎপাত কমবে।
ধুনোর ধোঁয়া
সন্ধ্যার আগেই ঘরের জানালা ও দরজা বন্ধ করে দিন এবং ধুনো জ্বালান। ধুনোর গন্ধে মশা পালায়। ধোঁয়া ঘরে ছড়িয়ে পড়লে জানালা-দরজা খুলে দিন, এতে মশা ঘর থেকে বেরিয়ে যাবে।
শুকনো নিমপাতা ও ধূপকাঠি
শুকনো নিমপাতা পুড়িয়ে নিন এবং সঙ্গে সুগন্ধী ধূপকাঠি মিশিয়ে দিন। তারপর ঘরে রেখে দিন। এতে একদিকে যেমন ঘরে সুন্দর গন্ধ থাকবে, তেমনই মশার উপদ্রব কমে যাবে।
কর্পূর
জানালা-দরজা বন্ধ করে ধুনোর সঙ্গে কর্পূর জ্বালাতে পারেন। এতে মশা চলে যাবে।