শেষ আপডেট: 2nd November 2021 10:59
দ্য ওয়াল ব্যুরো: দেওয়ালির সাজ মানেই হেভি জুয়েলারির সঙ্গে ট্রাডিশনাল শাড়ি, লেহেঙ্গার কম্বিনেশন- যা এককথায় অনবদ্য। আর ঠিক সেই কথাকে মাথায় রেখে দেওয়ালির ঠিক আগেই ভিরায়া জুয়েলারি নিয়ে এল ক্লাসিক হেরিটেজ গয়না।প্রতিটি কালেকশনই টাইমলেস পিস বলা যেতে পারে। এই প্রিমিয়াম কালেকশন রেঞ্জে রয়েছে ১৮ ক্যারেট সোনার ওপর তৈরি পোলকি, জড়োয়ার ইটারনাল নেকলেস থেকে শুরু করে ক্লাসিক ঝুমকা, অথেন্টিক বাঙ্গরি, পাটলাস, মানটিকা, রিং ইত্যাদি হ্যান্ড ক্রাফটেড গয়না। এদের ক্লাসিক লুক কালেকশনে নিজেকে সাজালে যে কোনও নারীর সৌন্দর্যে যে অনন্য মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য।
এঁদের প্রতিটি পিস এক্সক্লুসিভ। ডিজাইনের ক্ষেত্রে স্বকীয়তায় ভরপুর এই গয়না। তাই প্রতিটি ডিজাইন একে অপরের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র । যার মধ্যে সাবেকি তথা হেরিটেজ লুক রয়েছে।
এই দিন অনেকের বাড়িতেই ধনলক্ষ্মীর আরাধনা করা হয়। পুজোর সময় ইন্ডিয়ান অ্যাটেয়ারের সঙ্গে প্রিমিয়াম রেঞ্জের এই কালেকশনে ভারতীয় নারীর অনন্য সুন্দর রূপ ফুটে উঠতে বাধ্য।
এই ধরনের গয়নার দাম শুরু হয় ৫০ হাজার টাকা থেকে। তবে যাঁরা এই দিনে পার্টি করতে চান তাঁদের জন্যও এখানে রয়েছে হালকা স্মার্ট জুয়েলারি।
তবে আর দেরি কেন? আজকেই দেওয়ালি স্পেশাল এই কালেকশন পরখ করতে এঁদের আউটলেটে একবার ঢুঁ মারুন। আর এই উৎসবের মরশুমে নিজের বাজেট ও পছন্দ অনুযায়ী কিনে ফেলুন আপনার মনের মতো এলিগ্যান্ট কালেকশন।
(তত্ত্বতালাশে চৈতালি দত্ত)