শেষ আপডেট: 5th March 2024 18:40
দ্য ওয়াল ব্যুরো: ইজিপ্টের রূপসী রানি ক্লিওপেট্রার রূপচর্চার গল্প তো আমরা সকলেই শুনেছি। শুনেছি তুরস্কের রাজকন্যারা দুধের সরে গোলাপের পাপড়ি মিশিয়ে সারা শরীরে প্রলেপ দিতেন। গ্রিক সুন্দরীরা নাকি ত্বকের জেল্লা ফেরাতে দই মেখে বসে থাকতেন ঘন্টার পর ঘন্টা। প্রাকৃতিক উপাদান দিয়ে রূপচর্চার ঐতিহ্য রয়েছে ভারতীয় নারীদের মধ্যেও। কিন্তু আজকের এই গতির যুগে মেয়েদের হাতে সময় কোথায়?
আচ্ছা, যদি খোঁজ দিই এমন এক ব্র্যান্ডের যার মূল মন্ত্রই হল দেশ বিদেশের প্রাকৃতিক বিউটি সিক্রেট দিয়ে স্কিন কেয়ার রেঞ্জ বানানো,তাহলে কেমন হয়? ২০১৮ তে লঞ্চ হযেছে 'গ্লোবাল বিউটি সিক্রেট'।পৃথিবীর বিভিন্ন দেশের নানান প্রাকৃতিক সামগ্রী নিয়ে খুব যত্নের সঙ্গে তৈরি এদের এক একটা প্রোডাক্ট। ওড়িশার ময়ুরভঞ্জ থেকে টার্কি, মিশর, গ্রিস, থাইল্যান্ড-আরও নানা দেশ রয়েছে সেই লিস্টে।
জানতে ইচ্ছে করছে তো কী কী প্রোডাক্ট রয়েছে তাদের? রয়েছে ইন্ডিয়ান মিল্ক অ্যান্ড স্যাফরন, টার্কিশ ওয়াটারমেলন অ্যান্ড আর্গন অয়েল, টার্কিশ ওয়াটারমেলন অ্যান্ড আর্গন ডে ক্রিম, গুলবাহার ওয়াক্স ক্যান্ডেল বডি ময়েশ্চারাইজার, গাজরা হেয়ার মিষ্ট, ঘৃত আরতি ডে অ্যান্ড নাইট ক্রিম, তুর্কিশ রোজ অ্যান্ড মিন্ট শ্যাম্পু, স্যান্ডেল ডার্ট ক্যান্ডেল বডি ময়েশ্চারাইজার, গ্রিক ইয়োগার্ট বডি ময়েশ্চারাইজার, থাই লেমনগ্রাস বডি ক্লিনজার।
গ্লোবাল বিউটি সিক্রেটের সমস্ত প্রোডাক্টই পুরোপুরি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বলে দাবি করছে কোম্পানি।জানা গেল, এদের প্রত্যেকটা প্রোডাক্টই যে কোনও স্কিন টাইপের জন্য ভাল। ভাবছেন তো, কোথায় পাবেন গ্লোবাল বিউটি সিক্রেটের এই সমস্ত প্রোডাক্ট? পাবেন পুরনো নিউ মার্কেটের দ্য রয়্যাল স্টোর্সে এবং অন্যান্য বড় কসমেটিক্স শপে।