শেষ আপডেট: 28th January 2025 22:47
দ্য ওয়াল ব্যুরো: মাত্র এক মাসে আট কেজি ওজন কমিয়ে শিরোনামে প্রবাসী ভারতীয় মহিলা। এত দ্রুত ওজন কমানোর জন্য বর্তমানে সকলের চর্চায় তিনি। অনেকেই তাঁর জার্নির সিক্রেট জানতে চেয়ে প্রশ্ন করেন। তিনি পুরোটাই জানান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 'আইভিএফ মাম্মা'-তে। কিছু কার্যকরী ওজন কমানোর টিপসও শেয়ার করেন।
রবিশা চিনাপ্পা ভারতীয় হলেও থাকেন দক্ষিণ আফ্রিকায়। তাঁর জীবনযাত্রা ও দিনযাপনের টুকরো টুকরো জিনিস প্রায়ই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ৫৫ কেজি থেকে কমিয়ে ৪৭-এ আসার গল্পটাও ছিল সেসবের মধ্যে অন্যতম। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, 'মা হওয়ার পর আমি গত এক বছর ধরে কোনওভাবেই ওজন কমাতে পারছিলাম না। তিনটি পরিবর্তন, আমার জীবন বদলে দিয়েছে।'
View this post on Instagram
তিনি আরও জানান, ওজন কমানোর একাধিক পন্থা ট্রাই করেছেন বহুবার কিন্তু কোনওভাবেই ওজন নিয়ন্ত্রণে আনা বা কমানো সম্ভব হয়নি। আসছিল না সাফল্য। কিন্তু এই তিনটে পরিবর্তনে দ্রুত ওজন কমে।
জীবনযাত্রার পরিবর্তন
রবিশা তাঁর জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনেন। প্রথমেই মানসিক স্বাস্থ্য উন্নত করার চেষ্টা করেন। সবসময় পজিটিভ থাকার চেষ্টা করেন এবং ফিটনেস বজায় রাখার চেষ্টা করেন।
ডায়েট এবং ব্যায়াম জরুরি
কম কার্বোহাইট্রেড ও বেশি প্রোটিন রয়েছে, এমন খাবার খাওয়ার চেষ্টা করেছেন বলে জানান তিনি। প্রতিদিন ১০০ গ্রাম প্রোটিন খেয়েছেন। এছাড়াও শাক-সবজি ফল ও স্যালাড খেয়েছেন। ত্যাগ করেছেন মিষ্টি জাতীয় খাবার ও জাঙ্ক ফুড। প্রতিদিন ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা ব্যায়াম করতেন, যার মধ্যে ছিল কার্ডিও, ওয়েট ট্রেনিং ও যোগ ব্যায়াম।
হাইড্রেশন
রবিশার মত, প্রতিদিন ৩-৪ লিটার করে জল খেতে হবে। প্রতি ৯০ মিনিটে জল খেতেই হবে। দরকারে অ্যালার্ম সেট করা যেতে পারে। প্রতিদিন ২০ সিপ করে জল পানের পরামর্শ দিয়েছেন তিনি।
খিদে পেলে ছোট ছোট খাবার খেতে হবে। রবিশা নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, প্রতিদিন ৫-৬টি ছোট ছোট খাবার খেতেন তিনি। যাতে খিদেও না পায় আর মেটাবলিজমও ঠিক থাকে। তিনি জানান, ওজন কমানোর জন্য প্রথমেই মানসিক প্রস্তুতি প্রয়োজন। মানসিক দৃঢ়তা থাকলে ওজন কমানো অনেকটা সহজ হবে।