শেষ আপডেট: 30th January 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: মাত্র পাঁচ মাসে ৩৩ কেজি ওজন কমালেন প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজোৎ সিং সিধু। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা শেয়ার করলেন তিনি। পোস্ট করলেন ট্রান্সফরমেশনের ছবি। বিফোর- আফটার সেই ছবির ক্যাপশনে উঠে এল ডায়েট, প্রাণায়ম ও শারীরিক কসরতের কথা। উঠে আসে সুস্থ থাকার গল্পও।
তাঁর পোস্ট থেকে জানা যায়, অগস্ট মাসে রোগা হওয়ার, শরীরকে সুস্থ রাখার সংকল্প নেন প্রাক্তন এই ক্রিকেটার। তারপর শুরু হয় ডায়েট। ওয়েট ট্রেনিং, স্বাস্থ্যকর খাবার ও দীর্ঘ হাঁটাতলার পর তিনি ৩৩ কেজি ওজন কমিয়ে ফেলেন। ওজন কমানোর পিছনে এই সব ছাড়াও ছিল বেশ কয়েকটি বিষয়। তিনি উল্লেখ করেন ইচ্ছাশক্তি, সংকল্প ও সফল প্রতিফলন থাকলে ওজন কমানো কোনও ব্যাপার নয়।
View this post on Instagram
পোস্টটি শেয়ার করে রাজনীতিবিদের কথা, 'অসম্ভব কিছু নয়, সুস্থ শরীর সবচেয়ে বড় আশীর্বাদ।'
সিধুর পোস্টটি শেয়ার হওয়ার পরই প্রচুর লাইক ও কমেন্ট আসতে শুরু করে। তাঁর অনুগামীরা এই পরিবর্তনের প্রশংসা করেন। একজন লেখেন, 'এটা দারুণ, আপনি যেমন ক্রিকেটে ছক্কা মারতেন, তেমন। আপনার ডায়েটের রহস্য শেয়ার করুন, যাতে আপনার ভক্তরা উপকৃত হতে পারে।'
গত বছর সিধুর স্ত্রীর স্টেজ ফোর ক্যানসার ধরা পড়ে। সেসময় তিনি দাবি করেছিলেন নিরামিষ খাবার, নিমপাতা, হলুদ, অ্যাপেল সিডার ভিনিগার, লেবুর ভিনিগার এবং ইন্টারমিটেন ফাস্টিংয়ে ক্যানসার সেরে ওঠে। তবে, এই দাবি মেনে নেননি চিকিৎসকরা। সেনিয়ে প্রশ্নে ওঠে বিস্তর। পরে বক্তব্য পাল্টান তিনি। জানান, স্ত্রীর ক্যানসারের চিকিৎসায় অস্ত্রোপচার, কেমোথেরাপি, হরমোনাল ও টার্গেটেড থেরাপির পাশাপাশি কড়া ডায়েটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।