শেষ আপডেট: 11th August 2023 04:59
দ্য ওয়াল ব্যুরো: পুরমন্ত্রী ও কলকাতার মহা নাগরিক ফিরহাদ হাকিমের (Firhad Hakim) এক মেয়ে ডাক্তার। তাঁর নাম সাবা হাকিম (Sabba Hakim)। কেপিসি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছেন তিনি। এবার হরিয়ানার ওপি জিন্দল বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক (BA.LLB) পাশ করলেন তাঁর ছোট মেয়ে আফশা হাকিম (Afsa Hakim)। সমাবর্তন অনুষ্ঠানে আফশার পাশে ছিলেন তাঁর বড় দিদি প্রিয়দর্শিনী হাকিম। বুধবার সেই ছবি টুইট করেছিলেন গর্বিত ফিরহাদ হাকিম। তাতে তাঁর মেয়েদের (daughters) উদ্দেশে অভিনন্দন ও আশীর্বাদ জানিয়েছেন অনেকেই। কিন্তু একই সঙ্গে নজর কেড়েছে তিন বোনের ফ্যাশনও (Fashion)।
টুইটে ববি লিখেছিলেন, “আমার মেয়েরাই আমার গর্ব। ..এটা একটা বিশেষ অনুভূতি যে এখন আমার পরিবারের একজন ওয়ার্কিং মাদার, একজন ডাক্তার আর একজন আইনজীবী রয়েছেন। সর্বশক্তিমান ঈশ্বর ওদের সবসময়েই রক্ষা করুন।”
মহানাগরিক তাঁর মেয়েদের যে ছবি টুইট করেছেন তা দৃশ্যত উজ্জ্বল। ফ্যাশন সচেতনদের চোখ পড়েছে তাঁদের পোশাক, হাত ব্যাগ ও ঘড়ি এমনকী পায়ের জুতোর উপরেও। দেখা যাচ্ছে, ববির বড় মেয়ে প্রিয়দর্শিনী একটা ফ্লোরাল প্রিন্টের ড্রেস পরেছেন। সেটি গুচ্চির কিনা স্পষ্ট নয়। তবে ইদানীং গুচ্চির প্রায় একই রকমের একটি ফ্লোরাল ড্রেস এখন ট্রেন্ডিং। প্রিয়দর্শিনীর হাতে ধরা রয়েছে একটি ম্যাপল ব্রাউন রঙের মিডিয়াম লোলা ব্যাগ।
এখন কৌতূহল হতে পারে যে লোলা ব্যাগ কী? ২০১৯ এর ফল-উইন্টার কালেকশনে বারবেরি এই ব্যাগ প্রথম ফ্যাশন দুনিয়ায় ছেড়েছিল। ব্রিটিশ রক ব্যান্ড দ্য কিংকসের ('Lola' by the British rock band, The Kinks) একটি জনপ্রিয় গানের নাম লোলা। সেই থেকে এই ব্যাগের নামকরণ। ম্যাপল ব্রাউন রঙের এই বারবেরি লোলা ব্যাগের দাম ২ লক্ষ টাকার সামান্য বেশি।
তবে এদিনটা ছিল ফিরহাদ হাকিমের ছোট মেয়েরই। কারণ তিনিই আইনে স্নাতক পাশ করেছেন। সমাবর্তনের গাউন পরে থাকায় তাঁর পোশাক অবশ্য বোঝা যায়নি। তবে আফসার পায়ে ছিল ক্রিশ্চিয়ান ডিওরের একটি কেতাদুরস্ত স্লিপার। ভারতীয় মুদ্রায় ওই জুতোর দাম প্রায় ৭২ হাজার টাকা। জানা গিয়েছে, আইনে স্নাতক করার পর আফশা খুব শিগগির আমেরিকায় মাস্টার্স করতে যাবেন।
পুরমন্ত্রী ববি হাকিমের বড় মেয়ের ব্যবসা রয়েছে। তা ছাড়া বর্তমানে মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তিনি। মেয়রের ঘনিষ্ঠরা বলেন, ববি হলেন একেবারেই ফ্যামিলি ম্যান। স্ত্রী, মেয়ে, নাতনিকে নিয়ে অবসরে সময় কাটাতে পছন্দ করেন মহানাগরিক।
আরও পড়ুন: বাচ্চার হার্টে ফুটো কেন হয়? জন্মের সঙ্গে সঙ্গেই টেস্ট করাতে হবে কি