শেষ আপডেট: 31st December 2023 15:13
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ইতিমধ্যেই সেজে উঠেছে নতুন বছরকে স্বাগত জানাতে। ২০২৩-এর বিদায় আর ২০২৪-এর আগমন। বছরের শেষ দিনে অর্থাৎ ৩১ ডিসেম্বর কমবেশি সকলেই চেষ্টা করেন আনন্দ-উৎসব করে নতুন বছরকে স্বাগত জানাতে। ফলে কলকাতার পাব এবং বারগুলিতে উপচে পরে মানুষের ভিড়।
অনেক বার বা পাবে জায়গা আগে বুকও করে রাখতে হয়। লাইভ মিউজিক, ডিজে, পছন্দের পানীয়, খাবার এবং বিভিন্ন নিউ ইয়ার অফার রয়েছে কলকাতার পাবগুলিতে। কোথায় যাবেন! রইল কিছু জায়গার সন্ধান।
১) ব্রডওয়ে বার অ্যান্ড হোটেল, চাঁদনি চক
চাঁদনি চত্বরে সত্যিই বার বা পাবের অভাব নেই তবে অনেকদিনের পুরনো এই বার কাম হোটেলের পরিবেশটাই আলাদা। পুরনো দিনের কাঠের চেয়ার টেবিল, লাল হলুদ আলো, খাবার, পানীয়র সঙ্গে লাইভ মিউজিক। যদি আপনি খুব লাউড পার্টি করতে পছন্দ না করেন তাহলে ব্রডওয়ে যেতে পারেন। এবছর মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে এই বার তাঁদের লাইভ মিউজিক নিয়ে।
২) সাম প্লেস এলস, ধর্মতলা
নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য ধর্মতলাতেও রয়েছে প্রচুর বার এবং পাব। এমনিতেও এখানে বড় বড় হোটেল এবং রেস্তোরাঁ তাঁদের নিজস্ব বারে বিভিন্ন অফার এবং ডিজে মিউজিকের আয়োজন করে থাকে তবে আপনি যদি বছরের শেষ দিনটা মধ্য কলকাতায় কাটাতে চান তাহলে যেতে পারেন সাম প্লেস এলসে। দ্য পার্ক হোটেলের মধ্যেই রয়েছে এই বার কাম রেস্তোরাঁ। রোজই কোনও না কোনও ব্যান্ড এখানে গান গাইতে আসে বা চলে লাইভ মিউজিক তবে নিউ ইয়ার স্পেশ্যাল ডিজের ব্যবস্থাও রয়েছে এবারে।
৩) অলি পাব, পার্ক স্ট্রিট
নিউ ইয়ার সেলিব্রেশনের অন্যতম ডেস্টিনেশন পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটের অন্যতম পুরনো পাব হল এই অলি পাব। শীতের রাতে পার্ক স্ট্রিট, জনপ্রিয় বিফ স্টেক আর পানীয় মিলিয়ে সুন্দর সময় কাটবে অলি পাবে।
৪) ওয়েস্টিন, কলকাতা
কলকাতার ওয়েস্টিনে চলছে নিউ ইয়ার স্পেশ্যাল লাইভ কন্সার্ট। যদি আপনি সংগীতপ্রেমী হন তাহলে আজকের সন্ধে কাটাতে পারেন ওয়েস্টিনে। গালা ডিনার বুফে, প্রিমিয়াম পানীয় আর লাইভ কন্সার্ট, নতুন বছরকে স্বাগত জানানোর জন্য দারুণ কম্বিনেশন। এই বছর ওয়েস্টিনে গানের ডালা নিয়ে হাজির থাকবেন মোনালি ঠাকুর।
৫) ব্ল্যাক ক্যাট লাউঞ্জ, পার্ক স্ট্রিট
পার্ক স্ট্রিটের ব্ল্যাক ক্যাট লাউঞ্জে আজ রাত ৮ টা থেকে লাইভ থাকবে ডিজে সিক্রেট সিনেমা। তাছাড়া থাকছে নিউ ইয়ারের জন্য প্রচুর অফার। ডিনার, বুফে, পানীয়, মিউজিক সব মিলিয়ে এলাহি আয়োজন।