শেষ আপডেট: 24th September 2021 11:45
দ্য ওয়াল ব্যুরো: আপনি কী এবার পুজোতে হালফ্যাশনের এক্সক্লুসিভ কুর্তি, লেহেঙ্গার সন্ধানে আছেন? যদি বাজার চলতি থেকে একটু অন্য রকমের স্টাইলিশ ড্রেস পরতে চান তবে দক্ষিণ কলকাতার পি ১০৪ লেক টেরেস, কলকাতা ২৯ এই ঠিকানায় 'উমায়রা' ডিজাইনার স্টুডিওতে আসতে পারেন। ডিজাইনার দেবারূপা ভট্টাচার্যের কালেকশন এককথায় ট্রেন্ডি, স্মার্ট। প্রতিটি কালেকশনই এখানে সিঙ্গল পিস।নিজের কালেকশন সম্পর্কে দেবারূপা জানালেন, 'ছেলেবেলা থেকেই আমার ডিজাইনের প্রতি আসক্তি। প্রথমে নিজের প্রিয়জনদের মধ্যেই তাঁদের পছন্দ ও চাহিদা অনুযায়ী পোশাকের ডিজাইন করতাম। স্টুডিওর প্রতিটি কালেকশন আমি নিজে ডিজাইন করি।'
[caption id="attachment_2367287" align="aligncenter" width="450"]
ডিজাইনার দেবরূপা ভট্টাচার্য[/caption]
দেবরূপার কালেকশনের বেশিরভাগই পিওর ফ্যাব্রিকে হ্যান্ড এমব্রয়ডারি ও উইভ করা। হ্যান্ডলুম কটন থেকে শুরু করে বেগমপুরী, কাতান, অর্গেঞ্জা, জর্জেট, ক্রেপ, ব্লেন্ডেড সিল্ক ইত্যাদি ফ্যাব্রিকে হাতের কাজের অসাধারণ কারিকুরি যা প্রতিটি পোশাকে অনন্য মাত্রা যোগ করে। স্টুডিওতে রয়েছে ডিজাইনার ব্লাউজ থেকে শুরু করে লেহেঙ্গা, শাড়ি, লেয়ার ও কাফতান ড্রেসেস ছাড়াও রয়েছে ফিউশন এবং প্রিমিয়াম কুর্তি।
এ বছরে রং নিয়ে খেলা করেছেন দেবরূপা। প্যাস্টেল থেকে শুরু করে ব্রাইটার শেডের পোশাক যেন উৎসবের মেজাজটাই তুলে ধরেছে।
তবে মিউটেড কালার নিয়েও দেবারূপা কাজ করেছেন। প্রতিটি পোশাক মহিলাদের ব্যক্তিত্ব, শারীরিক গঠন অনুযায়ী কাস্টমাইজড করা হয় এখানে।
কাঁথা কাজ থেকে শুরু করে গ্লাস ওয়ার্ক, জারদৌসি, গারা পারসি ইত্যাদির হ্যান্ড এমব্রয়ডারির এখানে রয়েছে অপূর্ব কালেকশন যা স্বতন্ত্রতার দাবি রাখে।
প্রায় ৪০০ স্কোয়ার ফুটের জায়গা জুড়ে এই স্টুডিওতে মহিলাদের পোশাক ছাড়াও রয়েছে হ্যান্ড মেড এক্সক্লুসিভ মাস্ক থেকে শুরু করে জুয়েলারি। তবে আগামী দিনে উমায়রা এথনিক ওয়্যার ব্র্যান্ডকে জাতীয় স্তরে নিয়ে যেতে চান দেবারূপা। খুব শিগগিরই অনলাইনেও মিলবে এঁদের কালেকশন।