শেষ আপডেট: 26th June 2023 17:54
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়েই ঝেঁপে নেমেছে বৃষ্টি। আকাশের রঙ ধূসর, গাছে গাছে উঁকি দিচ্ছে বৃষ্টিস্নাত সবুজ পাতা। এতেই বাঙালির মন উড়ুউড়ু। কিন্তু মনে খুঁতখুঁতানি। বর্ষায় আবার পাহাড়ে কেউ যায় নাকি? ধস নামে যখন তখন, জঙ্গল সাফারিও বন্ধ থাকে। আসলে গরম কিংবা পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়া বাঙালিদের অনেকেই এই সমস্ত কারণেই জুন-জুলাইতে পাহাড়ের রূপ প্রত্যক্ষ করেননি। তাঁদের জন্য বর্ষায় ঘুরতে যাওয়ার আদর্শ ঠিকানা হল ডুয়ার্স। আজ আপনাদের ডুয়ার্সের এমন একটি জায়গার কথা বলব, যেখানে পাহাড়ের কোলে হোমস্টে কিংবা হোটেলে বসে অবিশ্রাম জলধারায় ধুয়ে যাওয়া জঙ্গলের রূপ চাক্ষুষ করার সুযোগ মিলবে।
এই জায়গাটি হল সামসিং। সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত সামসিং হল ঘন জঙ্গল, নুড়ি পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী, আর চা-বাগান পরিবেষ্টিত একটি ছোট্ট গ্রাম। মূলত শিমুল আর শাল গাছের জঙ্গলে ঘেরা সামসিংয়ে রয়েছে অজস্র প্রজাতির পাখি। তাই পক্ষীপ্রেমীদের জন্য এই জায়গা একেবারে আদর্শ। গ্রামে যাওয়ার রাস্তায় দেখা মিলবে দিগন্তবিস্তৃত চা বাগানের। বর্ষায় গ্রামটিকে সারাক্ষণ ঘিরে থাকে মেঘ আর কুয়াশার আস্তরণ। ধোঁয়া ওঠা দার্জিলিং চা, পাহাড়ি মোমোকে সঙ্গী করে হোটেল কিংবা হোমস্টেতে সারাদিন শুয়ে থাকলেও কোনও চিন্তা নেই। অফিসের চাপ নেই, ভোর ৫টায় ঘুম থেকে উঠে সাইট সিইংয়ে যাওয়ার তাড়া নেই।
বিকেলবেলা দিনের আলো থাকতে থাকতেই বেরিয়ে পড়ুন। ভেজা পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে চলে যান মূর্তি নদীর ধারে। বর্ষায় অন্য রূপ ধারণ করে এই আপাত শান্ত এই নদী। উচ্ছ্বল মূর্তির পাড়ে বসেই সময় কাটিয়ে দেওয়া যায়। হাতে সময় থাকলে আরও কিছুটা হাঁটতে হাঁটতে চলে যেতে পারেন রকি আইল্যান্ড। সুনতালেখোলা থেকেও ঘুরে আসতে পারেন।
কীভাবে যাবেন: শিলিগুড়ি থেকে সামসিংয়ের দূরত্ব ৮১ কিলোমিটার। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ভাড়ার গাড়িতে শিলিগুড়ি হয়ে যেতে হবে এই গ্রামে। বাসও রয়েছে। এছাড়া নিউ মাল স্টেশন থেকে সামসিং যাওয়া সবচেয়ে সহজ। এখান থেকে ৩৫ কিলোমিটার দূরে সামসিং যাওয়ার জন্য ট্যাক্সি এবং অন্যান্য ভাড়ার গাড়ি পাওয়া যায়।
কোথায় থাকবেন: এখানে সরকারি বিভিন্ন লজ রয়েছে। এছাড়া অজস্র হোটেল এবং হোমস্টে রয়েছে। থাকা খাওয়া মিলিয়ে হোমস্টের ভাড়া শুরু হয় মাথাপিছু মোটামুটি ১২০০-১৫০০ টাকা থেকে।
ডুয়ার্সে এই লজের মধ্যে দিয়েই বয়ে যাচ্ছে নদী, কুর্গের বিলাস-রিসর্টের চেয়ে কম কীসে