শেষ আপডেট: 10th November 2023 20:31
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোতে যেমন ঐতিহ্যশালী জামাকাপড় বেশি পরতে দেখা যায় দিওয়ালিতে কিন্তু ঠিক তার উল্টোটা। মানে দিওয়ালিতে ইন্দো-ওয়েস্টার্ন বা ডিজাইনার পোশাক পরার চলটা একটু বেশি থাকে।
লাল রঙের শিফনের সিকোয়েন্স শাড়ির সঙ্গে একটা ডিপনেক ডিজাইনার ব্লাউজ কিন্তু এখন ট্রেন্ডে চলছে। এইসময় অনেকে লেহেঙ্গাও পরে। লেহেঙ্গার ব্লাউজ কিন্তু আপনার মনমতো বানিয়ে নিতে পারেন। নুডলেস স্ট্রিপ টপ বা ব্যাকলেস ডিজাইনার ব্লাউজের জুড়ি মেলা ভার। ফুটের দোকান থেকে বড় ব্র্যান্ডের শোরুম এমনকী অনলাইন স্টোরগুলোতেও পেয়ে যাবেন এই ধরনের টপ কাম ব্লাউজগুলো।
পার্ল এমবেলেশমেন্ট ব্লাউজ এখন ‘ইন’। বলিপাড়া এবং টলিপাড়ার অভিনেত্রীদেরও কিন্তু এই ধরনের ব্লাউজে প্রায়ই দেখতে পাওয়া যায়। বিভিন্ন নেকলাইনেও মিলবে এই ব্লাউজ। এছাড়া বাজারে এবার চাহিদা বেশি ডিপ ভি নেক ব্লাউজ আর এমব্রয়ডারি ব্লাউজ।
এখন মিক্স অ্যান্ড ম্যাচ লুক যেহেতু মানুষ বেশি পছন্দ করছেন ফলে এক রঙের সুন্দর শাড়ির সঙ্গে একটু জমকালো মাল্টিকালারের ব্লাউজ কিন্তু দারুণ মানাবে। এছাড়া রয়েছে থ্রেড ওয়ার্কের কাজ করা ব্লাউজ। দীপাবলিতে একটু ক্ল্যাসি লুক চাইলে কটন মলমল শাড়ির সঙ্গে থ্রেড ওয়ার্ক করা ব্লাউজ পরতেই পারেন।