শেষ আপডেট: 30th November 2023 16:18
বিয়ের দিনে কনেই তারকা। তাই ফিল্মি তারকাকে নকল করে সাজ ঠিক নয়, এমনই মত সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদারের। তাহলে কনের সাজ কেমন? তাঁর মতামত জেনে লিখেছেন সোমা লাহিড়ী।
বহু বছর ধরে কনে সাজাচ্ছেন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদার। টলিউডের এমন কোনও অভিনেত্রী নেই যিনি অনিরুদ্ধর কাছে মেকআপ করেননি। অভিনেত্রী পাউলি, ঋদ্ধিমা থেকে গায়িকা লগ্নজিতা-সকলেই বিয়ের দিন সেজেছেন অনিরুদ্ধর কাছে। 'প্রত্যেকের মুখের গড়ন আলাদা, ব্যক্তিত্ব আলাদা, তাই সাজানোর ধরনও আলাদা'-বললেন অনিরুদ্ধ। তারপর ধাপে ধাপে বুঝিয়ে দিলেন কনের মেকআপ কেমন হওয়া উচিত।
ন্যাচারাল বেস কনেকে লাবণ্যময়ী করে
•প্রথমেই আসা যাক কনের বেস মেকআপে। কনের স্কিন টোনের সঙ্গে কালার টোন মিলিয়ে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে।
• গায়ের রঙ কৃত্রিম ভাবে ফর্সা করার জন্য গায়ের রঙের থেকে অনেক লাইট কালার টোনের ফাউন্ডেশন ও কমপ্যাক্ট পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার লাগালে অত্যন্ত দৃষ্টিকটু লাগে।
• মুখে ব্রণ, অ্যাকনে বা কোনও দাগ ছোপ থাকলে তা নিপুণ হাতে ঢেকে দেবেন মেকআপ আর্টিস্ট।
• কনের বেস মেকআপ যেন খুব হেভি না হয়। বিকেল থেকে সারা রাত, মানে টানা দশ বারো ঘন্টা কনের মেকআপ অটুট থাকা দরকার। পুরু বেস মেকআপ স্কিনে ঠিক মতো না বসলে পলস্তারা খসে পড়া দেওয়ালের মতো লাগবে।
ইলাবরেট আইজ কনের জন্য নয়
• মুখের মধ্যে চোখ আর ঠোঁটই লিভিং অবজেক্ট। বিশেষ করে চোখের এক্সপ্রেশন কনের সৌন্দর্য বাড়িয়ে দেয়। সঠিক আই মেকআপই চোখের লাজনম্র অভিব্যক্তি ফুটিয়ে তোলে।
• খুব ইলাবরেট আই মেকআপ হলে কনেকে নৃত্যশিল্পী বা সিরিয়ালের অভিনেত্রী বলে মনে হয়। বিশেষ কর ফলস আইল্যাশ লাগিয়ে খুব ব্রাইট কালার শেডের আইশ্যাডো ব্যবহার করলে কনের চোখের মাধুর্যটাই হারিয়ে যায়।
• চোখে কাজল বা আই লাইনারের সূক্ষ্ম রেখা, হালকা পিঙ্ক বা পিচ আইশ্যাডো আর চোখের পাতায় মাসকারার হালকা প্রলেপই যথেষ্ট।
ব্লাশারের ব্যবহার লাউড না হলেই ভাল হয়
• সবার মুখের গড়ন তো আর পারফেক্ট পানপাতা হয় না।কারও মুখ খুব গোল ,কারও মুখ লম্বাটে কারও চৌকোণা। ব্লাশারের টানেই মুখের শেপের সংশোধন করেন মেকআপ আর্টিস্ট।
• গায়ের রঙ ও শাড়ির রঙ অনুযায়ী ব্লাশারের শেড বাছতে হবে। কনের সাজে ব্লাশারের শেডও খুব ব্রাইট না হলেই ভাল হয়।
• অতিরিক্ত পরিমাণে ব্লাশার লাগিয়ে কনের গালদুটো লাল করে ফেলেন অনেকে। এতে কনের লালিত্য নষ্ট হয়।
পাউটি লিপ কনের সাজে বেমানান
• এ প্রজন্মের কনে ,যাঁরা বিয়ের দিন নিজেকে একেবারে বদলে ফেলতে চান স্বাভাবিকভাবেই তাঁদের পছন্দ পাউটি লিপ।
• ঠোঁটের আকারে কোনও কারেকশন দরকার হলে মেকআপ আর্টিস্ট লিপ লাইনার দিয়ে যতটা সম্ভব ঠিক করে দেন। তারপর লিপস্টিক লাগান।
• পাউটি লিপ করে দেওয়ার জন্য অনেক কনে অনুরোধ করেন মেকআপ আর্টিস্টকে। তাঁরা করেও দেন। এতে কনেকে খুব লাউড দেখায়।
কনের হেয়ারস্টাইল মানেই খোঁপা আর মালা
•কনের ট্র্যাডিশনাল সাজের সঙ্গে খোঁপা ছাড়া আর অন্য হেয়ারস্টাইল মানায় না।
• ওড়নার আড়াল থেকে ফুলের মালা জড়ানো খোঁপা দেখতে বেশ ভাল লাগে।
• খোঁপাতে গোলাপ লাগালেও দেখতে ভাল লাগে। জরির ছোট্ট ছোট্ট গোলাপ দিয়েও খোঁপাকে সাজানো যায়।
বিয়ের দিন কপালে চন্দনের আলপনা মাস্ট
•বাঙালি কনেকে কপালে চন্দনের আলপনা ছাড়া ভাল দেখায় না। পুরো কপালে না হলেও অন্তত কপালের মাঝখানের লাল টিপ ঘিরে চন্দনের নকশা খুব ভাল লাগে।
• কপাল বড় হলে নকশা চওড়া করা যেতে পারে।
• শাড়ির রঙের সঙ্গে রঙ মিলিয়ে মিনে চন্দন পরলেও কনেকে সুন্দর দেখায়।
•স্টোন আর চন্দনের কম্বিনেশনও মন্দ নয়।
নিজেকে নিজের মতো রেখেই সাজুন
• প্রত্যেক মেয়েরই নিজস্ব একটা সৌন্দর্য থাকে। প্রত্যেকের ব্যক্তিত্বও আলাদা। বিয়ের দিনে তার সেই নিজস্বতাকে প্রাধান্য দিয়ে তাকে লাবণ্যময়ী করে তোলাই একজন আর্টিস্টের কাজ।
• প্রথমেই বলেছি, বিয়ের সাজে 'উল্টে দেখুন পাল্টে গেছি' কনসেপ্ট' খুব বেমানান।
• বিয়ের দিনে কনেই তারকা। কাজেই কোনও তারকার মতো নয়, নিজের মতো সাজুন। প্রিয়মানুষের কাছে নিজেকে নিজের মতো করেই মেলে ধরুন। আপনার লাবণ্যে সবাই মুগ্ধ হবেন।