শেষ আপডেট: 18th February 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে হয়ে গেল একটি মনোজ্ঞ অনুষ্ঠান। অ্যাঞ্জেল ক্রিয়েশনস (Angel Creations)-এর কর্ণধার ,কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর সংগীতা সিনহার উদ্যোগে কলকাতায় হতে চলেছে ' বাংলার জাতীয় গর্ব' নামে একটি বিশেষ সম্মান প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানটির পর্দা উন্মোচনের সন্ধ্যায় আলোয় উদ্ভাসিত হল ক্লাব প্রাঙ্গণ। এ আলো সাফল্যের, এ আলো সম্মানের, এ আলো আনন্দের, এ আলো স্বীকৃতির। বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পুরস্কার, অর্জুন পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ খেতাব অর্জন করে নিজেদের কৃতিত্বের বর্ণময় ছটায় যাঁরা আমাদের জাতীয় গর্ব হয়ে উঠেছেন , তাঁদের গরিমাকে বরণ করে নেওয়ার , তাঁদের মহিমাকে উদযাপন করার মঞ্চ ' বাংলার জাতীয় গর্ব ' ।
সংগীতা সিনহা যিনি এই ভাবনার রূপকার, তাঁর হাত ধরে উন্মোচিত হল 'বাংলার জাতীয় গর্ব'র সম্মান ফলক। সঙ্গে থাকলেন কলকাতার শিল্পী মহলের অগণিত জ্যোতিষ্ক। রাজনীতিবিদ মদন মিত্র, পরিচালক গৌতম ঘোষ,কৌশিক গাঙ্গুলি, প্রযোজক ফিরদৌসুল হাসান, জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়, বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, দেবশঙ্কর হালদার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী ইন্দ্রানী দত্ত, অভিনেতা সোহম চক্রবর্তী ,পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ -র উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল বর্ণময়। সর্বোপরি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভাস্বর উপস্থিতিআবিষ্ট করেছে দর্শককে।
এরপর ছিল ফ্যাশন শোয়ের আয়োজন। ডিজাইনার লালিয়া দত্তগুপ্ত র 'সংস্কৃতি 'র সৃষ্টি তে সেজে ওঠা মডেলরা দোলা দিয়েছেন দর্শকের মনে। সঙ্গে বাংলা ব্যান্ডের গানের ছন্দ অপূর্ব সংযোজন।
আযোজক সংগীতা সিনহা আর তাঁর অ্যাঞ্জেল ক্রিয়েশনস (Angel Creations) এর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আগামী ২ মার্চ 'বাংলার জাতীয় গর্ব'-এর মঞ্চে বরণীয়দের বরণ করা হবে। এই উৎসবের অপেক্ষায় দিন গুনছে এই শহর।