শেষ আপডেট: 5th June 2023 09:54
দ্য ওয়াল ব্যুরো: জুন মাসেও বৃষ্টির দেখা নেই, উল্টে তাপপ্ৰবাহে নাজেহাল অবস্থা বাংলার মানুষের। এই অবস্থায় অনেকেই পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। দার্জিলিং কিংবা সিকিমের ভিড় থেকে বাঁচতে এই সময় অনেকেই উত্তর পূর্বের রাজ্যগুলিতে, বিশেষ করে অরুণাচল প্রদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। তাঁদের জন্য আজ এই রাজ্যের বেশ কয়েকটি অফবিট জায়গার সন্ধান রইল। অরুণাচল ঘুরতে গেলে এগুলি একেবারেই মিস করা যাবে না (Arunachal Pradesh Travel destination)।
বিরল ব্ল্যাক নেকড ক্রেন অর্থাৎ কালো গলার সারস পাখির দেখা পেতে চাইলে যেতে হবে অরুণাচল প্রদেশের কামেং জেলায় অবস্থিত সাংতি উপত্যকা। অনেকেই সেলা পাসের নাম শুনেছেন। এই সাংতি উপত্যকা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরেই রয়েছে জনপ্রিয় পর্যটনস্থল হিসেবে বিখ্যাত সেলা পাস। উপত্যকাটি জীববৈচিত্রে পরিপূর্ণ। এই এলাকাটিতেই বাস কালো গলার সারসের। মূলত শীতকালেই এই বিরল পাখির দেখা মিললেও বসন্তের শেষ পর্যন্ত উপত্যকায় বাসা বেঁধে থাকে এরা। এই এলাকাটিতে কিউই ফলের চাষ হয়। সেই কিউই বাগান দেখলে চোখ জুড়িয়ে যাবে।
সাংতি উপত্যকায় একাধিক দর্শনীয় জিনিস রয়েছে, যার মধ্যে অন্যতম হল পাহাড়ের কোলে বয়ে চলা নদী। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম, যেখানে বাস করেন মংপা উপজাতির লোকজন, যাঁরা মহাযান বৌদ্ধ ধর্মাবলম্বী। এই গ্রামের বাড়িগুলি মূলত কাঠ এবং পাথর দিয়ে তৈরি। বাসিন্দারা বেশিরভাগই ভুট্টা চাষ করে জীবিকা নির্বাহ করেন। তাই এখানে ভুট্টা থেকে তৈরি মদ, ভুট্টার রুটি পাওয়া যায়। চেখে দেখতেই পারেন সেগুলি।
এখানে ক্যাম্পিংয়েরও সুযোগ রয়েছে। নদীর আশেপাশে তো বটেই, জঙ্গলের ভিতরেও রয়েছে একাধিক ক্যাম্পিং সাইট। রয়েছে লাইসেন্সপ্রাপ্ত ট্যুর অপারেটররাও, যাঁদের থেকে ক্যাম্পিংয়ের বিভিন্ন সরঞ্জাম ভাড়া পাওয়া যায়। টেন্ট তো রয়েছেই, স্লিপিং ব্যাগেও থাকার সুযোগ মিলবে।
সাংতি থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরেই রয়েছে দিরাং গ্রাম। সেখানে রয়েছে হট স্প্রিং, অর্থাৎ উষ্ণ প্রস্রবণ, এবং একটি সুপ্রাচীন বৌদ্ধ মঠ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হল তাওয়াং। সাংতি উপত্যকা থেকে তাওয়াংয়ের দূরত্ব ১৫০ কিলোমিটার। এছাড়া সাংতি থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরেই রয়েছে বিখ্যাত বোমডিলা।
ঘুরে আসতে পারেন ভালুকপং থেকে। এখানে রয়েছে পাখুই বন্যপ্রাণী অভয়ারণ্য। এই এলাকাটিতে একাধিক বন্যপ্রাণীর দেখা মিলবে।
‘প্রেতাত্মা’দের তৈরি পটহোলস, রহস্যময় মূর্তি- অ্যাডভেঞ্চার চাইলে ঘুরে আসুন এই জায়গা থেকে