গ্যালারি গোল্ডের কর্ণধার জয়িতা সেন ও শুভঙ্কর সেন, অজয় বন্দ্যোপাধ্যায়, শিল্পী শুভাপ্রসন্ন, সুব্রত গঙ্গোপাধ্যায়, অজয় বন্দ্যোপাধ্যায়, শিপ্রা ভট্টাচার্য, সমীর আইচ
শেষ আপডেট: 13th February 2025 17:10
দ্য ওয়াল ব্যুরো: চিরন্তন প্রেম সময়কে নিজের মধ্যে মিশিয়ে নেয় শিল্পের উপাদান হিসেবে। আর বুনে চলে অলৌকিকতা। সে অলৌকিক কারও কাছে রূপকথা, কারও কাছে বেদনার উপাখ্যান। তবে শিল্পের সঙ্গে প্রেমের মেলবন্ধন হলেই 'সোনায় সোহাগা'। সেই ইঙ্গিত পেয়েছে সেনকো গোল্ড। আর তাই প্রত্যেক বছরের মতো এবারও শহরের শিল্পীদের নিয়ে চিত্র প্রদর্শনী করল তারা।
সোমবার গ্যালারি গোল্ডে অনুষ্ঠিত "স্ট্রোক অ্যান্ড স্ট্রাইক" প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন বঙ্গবিভূষণ শুভাপ্রসন্ন ভট্টাচার্য, শিপ্রা ভট্টাচার্য, বঙ্গবিভূষণ যোগেন চৌধুরী, সমীর আইচ, সুব্রত গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুপুর তিনটে থেকে রাত ৮টা এই প্রদর্শনী চলবে।
গোটা প্রেম সপ্তাহ জুড়ে সেনকোর এহেন উদ্যোগকে কীভাবে দেখছেন শিল্পীরা? সমীর আইচের কথায়, "সেনকো গোল্ডের নিজেদের ব্যবসার বাইরে চিত্র শিল্পের জন্যে যে কন্ট্রিবিউশন, তাকে আমি সাধুবাদ জানাই। এত সুন্দর একটা গ্যালারির মধ্যে বহু নতুন আঁকিয়েরা এই গ্যালারিতে সুযোগ পাচ্ছেন, সেনকো সুযোগ করে দিয়েছে। এটা অনেক বড় ব্যাপার।"
শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় অবশ্য অনুষ্ঠানে এসে একেবারেই সময় নষ্ট করেননি। বরং ঘুরে ঘুরে শিল্পীদের কাজ দেখেছেন তিনি। জানালেন, "অনেক এমন শিল্পীর কাজ দেখলাম যা মনে আঁচড় কাটে। সকলের কাজ অনবদ্য। আমারও কাজ আছে এখানে। সকলের কাজ খুব শক্তিশালী। সকলের হাত ভাল।"
৮০ বছরেরও বেশি আগে স্বর্ণকার পরিবার চেয়েছিল সোনার বাংলাকে সোনার গয়নায় সাজিয়ে দেবে। বাংলার শিল্পীদের মুন্সিয়ানাকে পৌঁছে দেবেন ঘরে ঘর। সেই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এখন অন্দরমহলের সঙ্গী। সংস্থার কর্ণধার শুভঙ্কর সেনও বাবা শঙ্কর সেনের দেখানো পথে হেঁটেছেন। তাঁর বাবাকে দেখেছেন ছবি আঁকতে। সেই প্যাশন ছেলের মধ্যেও চারা হয়ে থেকেছে, এখন যা বৃক্ষের সমান।
যেমনটা শিল্পী শুভাপ্রসন্ন বললেন, "শঙ্কর সেনের প্যাশন ছিল ছবি আঁকার প্রতি। তাঁর ছেলের মধ্যেও বাবার শিল্পানুরাগ বহন করছে। প্রত্যেক মানুষের জীবন আলাদা, জীবনের অনুভব আলাদা, সেই কারণে তার আত্মপ্রকাশও আলাদা। ভালবাসার তো কোনও আলাদা দিন হয় না, প্রতিদিনই ভ্যালেনটাইন্স ডে। আর তার মধ্যে সেনকোর এই উদ্যোগ সাধুবাদ জানানোর মতো।"