শেষ আপডেট: 3rd January 2024 14:53
দ্য ওয়াল ব্যুরো: এখন সাজগোজের ধরনটাই পুরো বদলে গেছে। এখন মেকআপের আগেও আরও হাজারখানেক স্টেপ। ময়েশ্চারাইজার, প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন, ব্রোঞ্জার আরও কত কী! আগে কিন্তু একটু লিপস্টিক আর একটু কাজলেই হিল্লি দিল্লি করে বেড়ানো যেত।
এখনও অনেকে আছেন যাদের চড়া মেকআপ পছন্দ নয় বা মেকআপের ব্যাপারে সেরকম কিছুই জানেন না। তাঁদের ভরসা ছোট্ট টিপ, একটু কাজল আর লিপস্টিকই। অধিকাংশ মহিলাই সাজতে একটু পছন্দ করেন। কিছু না হলেও লিপস্টিক বা কাজল কেনার শখ মহিলাদের থাকবেই। আবার এখন জেন এক্স বা জেন ওয়াই রীতিমতো হাজার হাজার টাকা খরচ করে লিপস্টিকের পিছনে।
কিন্তু যারা নিয়মিত লিপস্টিক লাগান তাঁদের মনে কখনও না কখনও এই প্রশ্নটা এসেছে যে ঠোঁট কালো হয়ে যাবে না তো? উত্তর হল, না, লিপস্টিক ব্যবহার করলে আপনার ঠোঁট কালো হবে না তবে কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি।
প্রথমত আপনি কোন ব্র্যান্ডের লিপস্টিক লাগাবেন সেটা ঠিক করে নিতে হবে। যেহেতু ঠোঁটের চামড়া খুব পাতলা এবং নরম হয় তাই ভাল মানের কোনও লিপস্টিক ব্যবহার করাই ভাল।
লিপস্টিক কেনার সময় দেখে নিন তার মধ্যে কী কী উপাদান রয়েছে। কারণ লিপস্টিকের মধ্যে যদি এমন কোনও উপাদান থাকে যাতে আপনার অ্যালার্জি হতে পারে তাহলে সেটা এড়িয়ে চলাই ভাল।
লিপস্টিক লাগানোর আগে লিপবাম লাগানো জরুরি। লিপবাম বা লিপ ময়শ্চারাইজার আপনার ঠোঁটের ত্বককে নরম রাখবে ফলে যেকোনও লিপস্টিক বিশেষত ম্যাট লিপস্টিক লাগানোর আগে লিপবাম ব্যবহার করা ভাল।
ঠোঁটের গোলাপি আভা ধরে রাখতে সপ্তাহে অন্তত একবার লিপ স্ক্রাব করুন। এতে ঠোঁটের উপর জমে থাকা মৃত কোষের স্তর উঠে যাবে।
এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে নারকেল তেল বা আমন্ড অয়েলের মতো কোনও তেল দিয়ে মালিশ করে ঘুমোতে যান।
আপনি নিশ্চিন্তে লিপস্টিক লাগাতে পারেন কারণ ঠোঁট কালো হয়ে যাওয়ার কোনও ভয় নেই শুধু এই প্রয়োজনীয় বিষয়গুলো একটু খেয়াল রাখলেই চলবে।