শেষ আপডেট: 28th December 2023 13:50
দ্য ওয়াল ব্যুরো: চায়ের সঙ্গে টা না হলে কী আর জমে? যতই দামি কুকিজ আর বিস্কুট বাজারে আসুক না কেন বিস্কফার্ম রাস্কিটের স্বাদ আজও কেউ ভুলতে পারেনি। আর সেই নামী সংস্থা সম্প্রতি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করল।
বিস্কফার্ম রাস্কিটের মুখ অর্থাৎ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলিউড খ্যাত দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা। তাঁর মুখ দেখা যাবে বিস্কফার্মের 'রাস্কিট ব্র্যান্ড' বিস্কুটের প্যাকেটে। এই টোস্ট বিস্কুট চার রকম স্বাদে পাওয়া যায় বাজারে যেমন, বাটার রাস্কিট, মিল্ক রাস্কিট, কেক রাস্কিট এবং রাস্কিট গোল্ড। এই টোস্ট বিস্কুট আপনার সান্ধ্য চায়ের আড্ডাটা আরও একটু জমিয়ে তুলবে বলে দাবি করছে কোম্পানি।
বিস্কফার্ম তাদের 'রাস্ক' ক্যাটাগরিকে আরও উন্নত করে তোলার উদ্যোগ নিয়েছে। বিস্কফার্মের ম্যানেজিং ডিরেক্টর বিজয় সিং জানান, "আমরা আমাদের সংস্থার মুখ হিসেবে রশ্মিকা মান্দানার মতো অভিনেত্রীকে পেয়ে খুবই খুশি। আমরা চাই প্রত্যেকটা ঘরে ঘরে যেমন রশ্মিকার ছবি আনন্দ পৌঁছে দেয় তেমনই আমাদের বিস্কুট খেয়েও যেন লোকের মুখে হাসি ফোটে।"
অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা জানান, "বেকারি জগতে বিস্কফার্মের নাম জানে না এমন কেউ নেই। এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পেরে আমার খুবই ভাল লাগছে। মানুষকে ভাল কোয়ালিটির খাবার খাওয়ানোর ক্ষেত্রে এই সংস্থা কখনই পিছপা নয়। তাই বিস্কফার্মের সঙ্গে আমার এই যোগ যাতে পরবর্তীকালে আরও দৃঢ় হয় সেই চেষ্টাই করব।"