শেষ আপডেট: 2nd August 2023 03:51
দ্য ওয়াল ব্যুরো: ব্রিজ। অর্থাৎ সেতু। সেই কোনকালে রামায়ণে সমুদ্রের উপর পাথর ভাসিয়ে সেতু তৈরি করেছিলেন রাজা রামচন্দ্র ও তাঁর বানর সেনা। তারপর থেকে এখনও পর্যন্ত কতই না সেতু তৈরি হয়েছে দেশে। আমাদের বাংলাতেই ব্রিটিশ আমলে তৈরি হাওড়া ব্রিজ, যার উপর দিয়ে প্রতিদিন কাতারে কাতারে মানুষ গঙ্গা পেরোন। এদেশে সেতু বলতে আমরা মূলত দৈনন্দিন ব্যবহার্য সেতুই বুঝি। তা নিছকই কেজো জিনিস, তাড়াহুড়োয় স্কুল কলেজ কিংবা অফিস যাওয়ার সময় ব্রিজের সৌন্দর্য দেখার ফুরসৎ মেলে না তেমন।
১. গ্লাস ব্রিজ, ভিয়েতনাম: মক ছাউতে রয়েছে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত কাচের সেতু (suspension bridge)। স্থানীয়দের মধ্যে সেতুটি পরিচিত ‘বাচ লং‘ নামে। এর অর্থ হল সাদা ড্রাগন। কেন এমন নাম, তা ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে। ঘন সবুজ পাহাড়ের মাঝে ঝুলন্ত এই সেতুটি আগাগোড়াই কাচ দিয়ে তৈরি। চলতি বছর ৩০ এপ্রিল উদ্বোধন করা হয়েছে ৬৩০ মিটার লম্বা এই সেতুটির। ভূপৃষ্ঠ থেকে এটির উচ্চতা ১৫০ মিটার। ফরাসি টেম্পার্ড কাচ দিয়ে তৈরি সেতুটিতে একসঙ্গে ৪৫০ জন মানুষ দাঁড়াতে পারেন। সেতুটির নির্মাতা সংস্থার দাবি, ভারী গাড়ি, এমনকী ট্রাকও চলতে পারে কাচের সেতুটির উপর দিয়ে। মক ছাউ সহ সমগ্র ভিয়েতনামেরই নতুন আকর্ষণ এই ব্রিজ। স্বচ্ছ কাচের উপর দিয়ে হাঁটার সময় তলায় তাকালেই চোখে পড়বে ১৫০ মিটার নীচে খাদের দৃশ্য।
২. ফ্লোটিং রোড ব্রিজ, চিন: মধ্য চীনের হুবেই প্রদেশের এনশি শহরে শিজিগুয়ান নদীর উপর রয়েছে এই ব্রিজটি। নাম থেকেই স্পষ্ট, জলের উপর ভেসে রয়েছে সেতুটি। ৫০০ মিটার লম্বা এবং ৪.৫ মিটার চওড়া এই ব্রিজটি নদীর পূর্ণ দৈর্ঘ্য বরাবর বিস্তৃত। ব্রিজ এবং নদীকে দুপাশ থেকে ঘিরে রেখেছে ঘন সবুজ জঙ্গল। তার বুক চিরে সেতুর উপর দিয়ে আপনি গাড়ি চালান, বা হাঁটুন, মনে হবে যেন জল ছুঁয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলেছেন।
৩. ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ, কানাডা: ক্যাপিলানো নদীর উপরে ১৩৭ মিটার লম্বা এবং ৭০ মিটার উঁচুতে অবস্থিত এই ঝুলন্ত সেতু কানাডার অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ। খাড়া পাহাড়ের ধার ঘেঁষে ঝুলে রয়েছে এই ব্রিজ, যাঁর উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা গায়ে কাঁটা দেওয়ার মতো। সেতুর নিচেই রয়েছে গভীর গিরিখাত, যেখানে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে রেনফরেস্টের সুবিশাল গাছের দল। বর্ষায় এই ব্রিজের উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা অমূল্য!
৪. রুই ব্রিজ, চিন: শেনজিয়ানজু উপত্যকায় অবস্থিত এই ব্রিজটি দেখলে অবাক হয়ে থাকিয়ে থাকতে হয়! সেতুটির মোট দৈর্ঘ্য ১০০ মিটার এবং উচ্চতা ১৪০ মিটার। সুউচ্চ খাড়া দুটি পাহাড়ের পাহাড়ের উপর ঝুলে থাকা এই ব্রিজটির মাঝের অংশ ৩টি আলাদা উচ্চতার ভিন্ন ব্রিজে ভাগ হয়ে গেছে। সেতুর নীচের দিকটি আবার কাচের তৈরি। একেবারে উপরের সেতুটির উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় অতি সাহসী মানুষেরও বুক ধুকপুক করবে।
৫. রয়্যাল গর্জ ব্রিজ, মার্কিন যুক্তরাষ্ট্র: রয়্যাল গর্জ হল আরকানসাস নদীর উপর অবস্থিত একটি ১২০০-ফুটের গিরিখাত। ব্রিজটি সেই নদীর ৯৫৬ ফুট উপরে ঝুলে রয়েছে। ঊষর গিরিখাতের উপর দিয়ে একপাশ থেকে অন্যপাশে চলে গেছে। এর পাশেই রয়েছে রয়্যাল গর্জ পার্ক যার নৈসর্গিক দৃশ্য মুগ্ধ করবে যে কাউকে।
৬. ল্যাংকাউই স্কাই ব্রিজ, মালয়েশিয়া: এই ব্রিজটি বিশ্বের দীর্ঘতম ফ্রি-স্প্যান এবং বক্র সেতুগুলির মধ্যে একটি। নীল আকাশ আর ঘন সবুজ গাছে ঘেরা পাহাড়ের উপর দিয়ে সর্পিল গতিতে একপাশ থেকে অন্যপাশে চলে গেছে ১২৫ মিটার দীর্ঘ এই ব্রিজ। সমুদ্রপৃষ্ঠ থেকে এটির উচ্চতা ৭০৮ মিটার। এই সেতুর উপর নিয়ে হেঁটে যাওয়ার নয়নাভিরাম এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা ভোলার নয়।
তুষারাবৃত পাহাড়, আপেল বাগান আর চিনার পাতা, কাশ্মীরের এই ৭ হোমস্টে যেন ভূস্বর্গের উদ্যান!