শেষ আপডেট: 4th December 2024 19:17
দ্য ওয়াল ব্যুরো: চলছে বিয়ের মরশুম। বন্ধু বা কোনও আত্মীয়র বিয়ের মেহেন্দি বা সঙ্গীতে অন্য ধরনের সাজতে চান! শাড়ি তো পরবেন, ঋতাভরীর মতো ডিজাইনার ব্লাউজ পরলে আপনি হবেন শো স্টপার। লাগবেও সকলের থেকে আলাদা।
হল্টারনেক ব্লাউজ
সাধারণ ব্লাউজ তো রোজ পরেন, বিয়ে বাড়িতে একটু অন্যরকম সাজলে মন্দ লাগে না। ট্রাই করতে পারেন এই হল্টার নেক ব্লাউজ। যেকোনও ফেব্রিকের শাড়ির সঙ্গেই এই ব্লাউজ মানানসই।
পিঠে দড়ি দেওয়া ব্লাউজ
ব্লাউজের এই ট্রেন্ড ১০-১২ বছর আগে খুব জনপ্রিয় ছিল। মাঝে অফ ফ্যাশন হয়ে যায়। ২০২৩-এ আলিয়া ভাটের দৌলতে রকি অর রানি কী প্রেম কাহানির হাত ধরে ট্রেন্ডে উঠে আসে। এই ব্লাউজ আপনিও পরতে পারে এই মরশুমে।
ক্রিস-ক্রস ব্লাউজ
ডিজাইন সবই আজ নতুন তো কাল, আবার কিছুদিন পর ফিরে আসে ট্রেন্ডে। পিঠে দড়ি দেওয়া ব্লাউজের মতো এই ক্রিসক্রস ব্লাউজও বেশ কিছু বছর আগে ট্রেন্ডে ছিল। মাঝে বন্ধ হয়ে যায় আবার বর্তমানে ট্রেন্ডে ফিরে এসেছে। ঋতাভরীর মতো সিঙ্গেল কালারের ক্রিসক্রস ব্লাউজের সঙ্গে সিঙ্গেল কালারের শিফন, জর্জেট বা ক্রাশড টিস্যু পরে নিতে পারেন। যে কোনও মেহেন্দি বা সঙ্গীতে আপনাকে লাগবে একদম অন্যরকম।
ফুলহাতা ব্লাউজ
ঋতাভরীর এই রেট্রো লুকের মতো আপনিও যদি বিয়ে বাড়িতে ৯০ দশকের অভিনেত্রী সাজতে চান, তাহলে ফুল হাতা এই ধরনের নেকের ব্লাউজ পরতে পারেন। শুধু এই শাড়ি নয়, তাঁত, হ্যান্ডলুম শাড়ির সঙ্গেও এই ধরনের ব্লাউজ দারুণ মানাবে।
ব্যাক নট ব্লাউজ
ব্যাকলেস ব্লাউজের ক্যাটেগরিতেই পড়ে ব্যাক নট ব্লাউজ। এই মরশুমে বিয়ে বাড়িতে ব্যাক নট ব্লাউজ আপনিও পরতে পারেন। এই ব্লাউজগুলি মূলত প্যাডেড হয়। ব্যাকে হুকের জায়গায় থাকে একটা নট। যে কোনও ফিউশন শাড়ির সঙ্গে বা একটু হেভি কাজের শাড়ির সঙ্গে এই ধরনের সিম্পল কিন্তু সেক্সি ব্লাউজ ভীষণ ভাল লাগে।
ডিপ নেক ব্লাউজ
ডিপ নেক ব্লাউজ যে কেউ যেকোনও অনুষ্ঠানে পরতে পারেন। কিন্তু বিয়ে বাড়িতে পড়লে এটা আপনার লুককে একটু বেশি বোল্ড করবে। যে কোনও শাড়ির সঙ্গে ডিপ নেক ব্লাউজ পড়তে পারেন। অবশ্যই সেক্ষেত্রে আপনি কোন শাড়ির সঙ্গে পরতে স্বচ্ছন্দ্য সেটা বুঝে নিয়ে পরবেন।