
নতুন বছরে জীবনকে নতুন করে গুছিয়ে নিন, ভরসা রাখুন নিজের ওপর! রইল টিপস
চলতি বছরটা কারোরই মনের মতো করে কাটেনি। কিন্তু সামনের নতুন দিনের, নতুন আলো প্রত্যাশা বয়ে আনছে সকলেরই জীবনে। নতুন বছরে কী কী করবেন, যে রেজোলিউশনগুলো নিচ্ছেন দেখুন তো তার মধ্যে এইগুলো আছে কিনা? যদি না থাকলে তাহলে জুড়ে দিন আপনার তালিকায়।
নতুন কিছু শিখুন
নতুন কিছু শেখার মধ্যে রয়েছে অদ্ভুত আনন্দ। জ্ঞান অন্তহীন ও সীমাহীন, শেখার কোনও শেষ নেই। তাই যে কোনও সময়েই নতুন কিছু শেখা শুরু করতে পারেন। কেক বানানো শিখুন, সেলাই শিখুন, বা যে কোনও বিদেশি ভাষা শিখুন। যা মন চায়, যেটা আপনাকে ভাল রাখবে সেটাই করুন, শুধু নিজেকে থামিয়ে দেবেন না। জীবন বড় সুন্দর, তাকে উপভোগ করার মন্ত্র নিজেকেই শিখে নিতে হবে।
ঝুঁকি নিন
জীবনে রহস্য না থাকলে, জীবনে কোনও কিছু পাওয়ার বা অর্জন করার মজা থাকে না! তাই জীবনে সাহসী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, ঝুঁকি নেওয়ার দরকার রয়েছে।
নিজেকে ভালবাসুন
যদি নিজেকে ভালবাসতে না পারেন, তাহলে কেউই আপনাকে তেমন ভাবে ভালবাসবে না! তাই সবার আগে নিজের যত্ন নিন, নিজেকে ভালবাসুন। তবে অবশ্যই নিজের দোষ, ত্রুটিকে লোকানোর জন্য নয়! নিজেকে নিজে প্রশ্ন করুন, খামতিগুলোকে চিহ্নিত করুন আর তারপর নিজেকে সুন্দর করে গড়ে তুলুন।
ওয়ার্কআউট
নিয়মিত যোগব্যায়াম, ওয়ার্কআউট করা দরকার। নতুন বছরে আপনার দৈনিক রুটিনে এটা যোগ করুন। জগিং,সাইক্লিং করলে অনেকটা স্ট্রেস কমে, এটা আপনার মনকে ভাল রাখবে।
পজিটিভ থাকুন
কঠিন কাজে হ্যাঁ বলুন। ভাল চিন্তা করুন, সোলো ট্রিপে বের হন। এমন কিছু করুন যেটা জীবনে রোমাঞ্চ, উত্তেজনা নিয়ে আসবে। জীবনকে আরও সুন্দর করে তুলবে। তবে অবশ্যই নিজের সুরক্ষার দিকটা মাথায় রাখবেন, আর তার পরই সিদ্ধান্ত নেবেন।