শেষ আপডেট: 11th December 2020 12:02
দ্য ওয়াল ব্যুরো: প্রচলিত ধ্যানধারণা অনুযায়ী ঘর সাজাতে যদি মন না চায়, তাহলে একঝলক চোখ বোলাতে পারেন 'বোহেমিয়ান হোম ডেকরেশন'এর দিকে। ব্যাপারটা আর পাঁচটা সাধারণ ঘর সাজানোর থেকে একেবারে হাটকে। কিন্তু তার আগে যেটা জানা দরকার, তা হল এই বোহেমিয়ান কারা? মধ্য ইউরোপ থেকে আসা রিফউজি বা ভ্রমণকারীরাই হলেন বোহেমিয়ান। বোহেমিয়ান হোম ডেকরেশনে ব্যবহার করা হয় বিভিন্ন রঙ, আকার ও এমন কিছু জিনিস যা সাধারণত মেনস্ট্রিম ঘর সাজানোতে ব্যবহৃত হয় না। এটা আপনার ঘরের সাজকে যেমন একটা আলাদা লুকস দেয়, তেমনই বজায় রাখে নান্দনিকতাকেও। 'মাইপূজাবক্স'এর সহ প্রতিষ্ঠাতা ও সিইও কাবেরী সচদেব বাড়িকে বোহেমিয়ান স্টাইলে সাজানোর ব্যাপারে কিছু টিপস দিয়েছেন।
বোহেমিয়ান স্টাইলে ঘরকে সাজানোর জন্য প্রথমেই কিছু জিনিসপত্র কেনাকাটা করা দরকার, তার জন্যই পরামর্শ দিয়েছেন কাবেরী।
বোহো স্টাইলে ঘর সাজাতে চাইলে ঘরের প্রতিটি কোনাকে একেবারে মিলিয়ে রঙ করলে চলবে না। ঘরের দেওয়ালে রাখতে হবে বিভিন্ন ধরনের রঙকে। যে রঙগুলো ভীষণ গাঢ়, উজ্জ্বল হবে, যাতে করে কেউ ঘরে ঢুকলে তাঁর চোখ সবার আগে আটকে যায় সেখানে। "আপনি চাইলে সবার আগে কেনাকাটা শুরু করতে পারেন কোনও ভিনটেজ স্টোর থেকে। এমন আইটেম কিনতে হবে ঘর সাজানোর জন্য, যেটা একটা গল্প বলবে। যেমন কিনতে পারেন কোনও পুরোনো টেলিফোন, বা উজ্জ্বল রঙের টেবিল যেটাকে আরামসে ঘরের কোনে রাখতে পারেন। আসলে ব্যাপারটা হল বোহো ডেকশরেশনের ক্ষেত্রে ঠিক ভুল বলে কিছু হয় না। আপনি নিজেই বেছে নিতে পারবেন জিনিস, আর তৈরি করতে পারবেন নিজের স্টাইল। নিজের মনের মতো করে বোহো লুকে সাজিয়ে নিতে পারবেন ঘরকে।" বলেছেন কাবেরী।
রঙের কথা যদিও আগে বলা হয়েছে তাও আরও একবার ঝালিয়ে দেওয়ার জন্য জানানো হচ্ছে যে বোহো হোম ডেকরেশনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হল উজ্জ্বল রঙ। সেটা না হলে বোহো ইমেজটাই তৈরি হবে না। এই প্রসঙ্গেই কাবেরী বলেছেন, "আপনি সবুজ, ব্রাউন,কমলা, নীলের শেড ব্যবহার করতে পারেন আপনার ঘর সাজানোর জন্য। এই উজ্জ্বল রঙগুলো অনেক বেশি প্রাণবন্ত করে তোলে ঘরকে। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন আকারের ও রঙের বিছানা, পর্দা, গালিচা ব্যবহার করতে পারেন বাড়িতে।"
খুব সাধারণ জিনিসকেও অসাধারণ লুক দেওয়া সম্ভব। বোহো স্টাইলে ঘরকে সাজাতে হলে ঘরের আসবাব পত্রের মধ্যেও একটা বোহেমিয়ান লুক আনা দরকার। বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজাতে পারেন ঘরকে। যেমন একটা সাধারণ সোফাকেও করে তুলতে পারেন স্টাইলিশ। সোফা সাধারণ হলেও কুশন এমন হওয়া দরকার নজর কাড়বে সকলের। এক্ষেত্রে রঙচঙে কুশন কভার ব্যবহার করাই ভাল।
ঘরের পুরো সাজকে সম্পূর্ণ করতে ব্যবহার করতে পারেন মোমবাতি, লণ্ঠন, আয়না, গাছ, হ্যান্ড মেড জিনিস ইত্যাদি। এগুলো যেমন ঘরকে সাজিয়ে তোলে তেমনই ঘরের নান্দনিকতাকে বাড়িয়ে তোলে। আবার টিটেবিলের পাশে কয়েকটা বইও রাখতে পারেন, এটাও যথেষ্ট মানানসই হবে ঘরের বোহো লুককে পারফেক্ট করে তুলতে।
এছাড়াও দেওয়ালে বিভিন্ন পেন্টিং, ফোটোফ্রেম, বুকসেল্ফ রাখতে পারেন। প্রতিট জিনিস আলাদা আলাদা করে গল্প বলবে, আর ঘরে আসা অতিথিরাও মুগ্ধ হয়ে যাবেন আপনার ঘরের সাজসজ্জা দেখে।