শেষ আপডেট: 31st March 2024 15:51
দ্য ওয়াল ব্যুরো: সেজেগুজে কোথাও বেরনোর আগে নিশ্চয়ই গায়ে পারফিউম ছিটিয়ে নেওয়ার অভ্যেস আছে আপনার? কিন্তু সমস্যা হচ্ছে, এই প্রচণ্ড গরমে খানিক বাদেই পারফিউমের গন্ধ একেবারে উধাও হয়ে যাচ্ছে। আর তারপরেই গরমে ঘাম আর পারফিউম মিলে গিয়ে সে এক বিশ্রি ব্যাপার। আপনার গায়ের গন্ধে (Body Odour) আপনি নিজেই নাজেহাল। এই দুর্গন্ধ যেমন অস্বাস্থ্যকর, তেমনই লজ্জাজনকও।
এই গরমেও যদি পারফিউমের গন্ধ টিকিয়ে রাখতে হয়, তাহলে জেনে নিন কয়েকটা টোটকা।
বাথরুমের স্যাঁতসেঁতে কোণে পারফিউমের বোতল গুঁজে রেখে দেবেন না, তাতে তার গন্ধ তীব্রতা হারাবে৷ অতিরিক্ত তাপমাত্রা, আলো, আর্দ্রতার মতো নানা কারণে সুগন্ধি ক্রমশ দুর্বল হয়ে পড়ে৷ আপনি যে ড্রেসিং টেবিলে বসে সাজগোজ করেন, সেটি জানলার পাশে হলেও সেখানে পারফিউমের বোতল না রাখাই ভাল৷ শুকনো আর অন্ধকার জায়গায় সুগন্ধি সবচেয়ে ভাল থাকে৷
কব্জির ভিতর দিক, ঘাড়ের পাশ, নাভির নীচে, হাঁটুর পিছনে, গোড়ালির ভিতর আর বাইরের দিক, এই স্পটগুলি যেহেতু উষ্ণ, তাই এখানে পারফিউম লাগালে তার গন্ধ অনেকক্ষণ থাকে৷ অনেকে পারফিউম লাগিয়ে জায়গাটা ঘষে নেন, তাতে কিন্তু টপ নোট খুব দ্রুত উবে যায়৷ হাঁটু আর গোড়ালিতে লাগালে দিনভর গন্ধটা আপনার শরীর জড়িয়ে উপরের দিকে উঠতে থাকে৷ পেট্রোলিয়াম জেলি লাগানোর পর পারফিউম স্প্রে করতে পারলে সবচেয়ে ভাল হয়, তাতে সুগন্ধি আরও বেশিক্ষণ স্থায়ী হবে৷
স্নান সেরে ময়েশ্চরাইজার লাগানোর পরই পারফিউম স্প্রে করে নিন, তার পর পোশাক পরুন৷ ত্বকের আর্দ্রতা সুগন্ধিকে বেশিক্ষণ আটকে রাখবে৷ দামি পোশাক বা গয়নার সুগন্ধির দাগও হবে না এই নিয়ম মেনে চললে৷
বেকিং সোডা অনেকটা অর্দ্রতা শুষে নিতে পারে। তাই রোজ বেকিং সোডার সঙ্গে মিশিয়ে নিতে পারেন তিন-চার ফোঁটা লেবুর রস। তা দিয়ে যে থকথকে মিশ্রণটি তৈরি হবে, সেটি বগলে লাগিয়ে তিন মিনিট রেখে ধুয়ে ফেলুন। ঘাম ও ঘামের গন্ধ নিয়ন্ত্রণে থাকে।
গোলাপ জল একটি স্প্রে বোতলে নিয়ে রোজ স্নানের পর লাগাতে পারেন সারা গায়ে। তাতেও ঘামের গন্ধ দূর হবে।
টি ট্রি অয়েলের সুন্দর গন্ধ মু়ডও ভাল রাখে। যদি ত্বক জ্বালা না করে তা হলে বগলে, স্তনের নীচে টি ট্রি অয়েল লাগাতে পারেন।