
আন্ডার আর্মের কালো দাগছোপ তুলে ফেলতে ভরসা রাখুন ঘরোয়া উপাদানে
বেকিং সোডা –
প্রতিটা বাড়ির রান্নাঘরেই এই উপাদান খুঁজে পাওয়া যায়। বেকিং সোডা দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারেন একটি প্যাক। এক চামচ বেকিং সোডা সামান্য জলের সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে আন্ডার আর্মে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে স্ক্রাবারের মতো ঘষে তুলে ফেলুন। সপ্তাহে দু’দিন এভাবে ব্যবহার করলে কম সময়ের মধ্যে পার্থক্য লক্ষ্য করবেন।
এক্সট্রা ভার্জিন নারকেল তেল –
শুধু যে চুলের সমস্যার সমাধান করে, তাইই নয়। হাত, পা এমনকি আন্ডার আর্মের ত্বকের সমস্যাও মেটায় নারকেল তেল। প্রতিদিন অল্প নারকেল তেল হাতে নিয়ে আলতো করে ম্যাসাজ করুন। তারপর উষ্ণ জলে ধুয়ে শুকিয়ে ফেলুন। কয়েকদিনের মধ্যেই দাগছোপ দূর হবে এতে।
আপেল সিডার ভিনিগার –
ওজন কমাতে অনেকেই আপেল সিডার ভিনিগারের উপর ভরসা করেন। তাছাড়াও ব্লাড সুগার লেভেল কমাতেও সাহায্য করে এটি। তবে তৎক্ষণাৎ কালো প্যাচ তুলে ফেলতে এর জুড়ি মেলা ভার। অল্প বেকিং সোডার সঙ্গে আপেল সিডার ভিনিগার মিশিয়ে প্যাক তৈরি করে নিন। আন্ডার আর্মে লাগিয়ে পাঁচ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। নিয়মিত মেন্টেন করলে কালো প্যাচ একেবারেই মুছে যাবে।
অলিভ অয়েল –
যুগ যুগ ধরে ত্বকের সমস্যার সমাধান করতে অলিভ অয়েলের উপর ভরসা রাখেন মেয়েরা। ত্বকের নানা সমস্যা সমাধানের মতো দাগছোপও দূর করে এই তেল। অল্প ব্রাউন সুগারের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাবারের মতো ব্যবহার করুন। অল্প ঘষে ঠান্ডা জলে ধুয়ে শুকিয়ে ফেলুন।
পাতিলেবুর রস –
পিগমেন্টেশনের সমস্যা মেটাতে লেবুর রসের জুরি মেলা ভার। ন্যাচারাল ব্লিচিং এজেন্ট থাকায় খুব তাড়াতাড়ি এটি কাজ করে। স্নান করার আগে দু’টুকরো করে কাটা লেবু আন্ডার আর্মে ভাল করে ঘষে দু থেকে তিন মিনিট রেখে দিন। তারপর স্নানের সময় ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে।