শেষ আপডেট: 6th June 2023 02:02
গরমে ঘণ্টার পর ঘণ্টা বাইক চালাতে হয়? দাবদাহ থেকে নিজেকে ও নিজের যানকে রক্ষা করবেন কীভাবে
দ্য ওয়াল ব্যুরো: গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় মানুষের। রোদের তেজ এতই বেশি যে খোলা আকাশের নীচে বেশিক্ষণ থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। কোথাও কোথাও আবার আরও বেশি। এহেন পরিস্থিতিতে আপনাকে যদি দিনরাত বাইকে চেপে কাজ করতে হয়, তবে তা যথেষ্ট চ্যালেঞ্জিং!
নিজের শরীর ঠিক রাখার পাশাপাশি অতিরিক্ত গরমে বাইকের যত্ন নেওয়ারও প্রয়োজন হয়ে পড়ে। এই গরমে ঘণ্টার পর ঘণ্টা আপনি যদি বাইকে সফর করেন তবে অবশ্যই মেনে চলুন কিছু নিয়ম। যা আপনাকে তো বটেই, আপনার বাইককেও সুরক্ষিত রাখবে।
গরমের সময় দিনের বেলা কাঠফাটা রোদে যদি আপনাকে বাইকে করে বের হতে হয়, তবে অবশ্যই নিজের জামা কাপড়ের দিকে খেয়াল রাখুন। সুতির জামা পরলে সবচেয়ে ভাল। এবং সম্ভব হলে সাদা বা হাল্কা রঙের ফুল হাতা জামা পরে বাইক চালান। যাতে হাতে রোদের তেজ না লাগে।
পাশাপাশি ব্যবহার করুন মুখ ঢাকা হেলমেট। বাইক চালানোর সময় হেলমেটের সামনের কাচের অংশ নামিয়ে রাখুন। অনেকক্ষেত্রেই এই কাচ কালার চেঞ্জিং হয়ে থাকে, যা আপনার চোখকে আরাম দেয়।
একটানা রোদের মধ্যে বাইক চালানো আপনার শরীরের পক্ষে ক্ষতিকর। তাই মাঝে মাঝেই বাইক থামিয়ে ছায়ায় বিশ্রাম নিন। অনবরত ঘাম মুছে ফেলুন। এতে আপনার শরীরে ঘাম বসতে পারবে না। সঙ্গে গ্লুকোজ জাতীয় পানীয় রাখুন। যা আপনাকে এনার্জি দিতে সাহায্য করবে। চা-কফি জাতীয় জিনিস বাইক চালানোর সময় না খাওয়াই ভাল, তার থেকে ডাবের জল, লেবুর জল আপনার অনেক বেশি উপকার করবে।
এবার আসা যাক আপনার বাইকের কথায়। রোদের তীব্রতা থেকে কীভাবে বাঁচাবেন আপনার বাইকে। গরমকালে কখনই বাইকে ট্যাঙ্ক ভর্তি করে তেল ভরা উচিত নয়। তাপ বাড়লে পেট্রল-ডিজেলের সম্প্রসারণ হয়।। এরফলে যদি তেল লিক করে তবে মারাত্মক বিপদ ঘটতে পারে। তাই অর্ধেক বা চার ভাগের তিন ভাগ তেল ভরার চেষ্টা করবেন, এতে বাইক সুরক্ষিত থাকবে।
এই গরমে বাইকে আপনি কুল্যান্ট ব্যবহার করতে পারেন। এটি তরল পদার্থ, যা আপনার বাইকের কুলিং সিস্টেমকে ঠিক রাখে। তবে বেশিমাত্রায় এই তরল ব্যবহার করাও বাইকের জন্য খারাপ। তাই নিয়ম মেনে কুল্যান্ট ব্যবহার করে গরমে বাইকের যত্ন নিতে পারেন। সেইসঙ্গে বাইকের টায়ারের প্রেসার অন্যান্য সময়ের তুলনায় কম রাখুন। এতে গতি মসৃণ হবে।
মোবাইলের সঙ্গে বিনামূল্যে মিলবে স্মার্টওয়াচ! দারুণ অফার আনছে Realme