শেষ আপডেট: 30th November 2023 18:33
দ্য ওয়াল ব্যুরো: অ্যালার্জির তো নানা কারণ থাকে! কারও ঠান্ডা লেগে অ্যালার্জি, কারও ধোঁয়া-ধুলো, ফুলের রেণু ইত্যাদি থেকে অ্যালার্জি। কিন্তু জল থেকেও অ্যালার্জি হয়?
এ এক বিরল রোগ। হাজারে হয়ত এক জনের হয়। জল ছুঁলেই সারা শরীরে দগদগে ঘা হয়ে যেতে পারে বা চাকা চাকা র্যাশ বের হতে পারে। তখন জল মনে অ্যাসিডের মতো। শরীরে লাগলেই ছ্যাঁকা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগের নাম অ্যাকোয়াজেনিক আর্টিসারিয়া (Aquagenic Urticaria)।
অ্যাকোয়াজেনিক আর্টিসারিয়া কী?
বিরল রোগ যেখানে জল থেকে নানা রকম অ্যালার্জি হয়। জল খেলে বা শরীরের সংস্পর্শে এলে হিস্টামিন নির্গত হয়, যার থেকে অ্যালার্জির মতো রিয়্যাকশন হয়। চোখের জল থেকেও অ্যালার্জি হতে পারে। এমনকি ঘাম হলেও অ্যালার্জি হতে পারে।
লক্ষণ কী কী
সারা শরীরে অস্বস্তি হবে
জল শরীরের যে জায়গায় লাগবে সেখানে জ্বালাপোড়ার মতো ব্যথা হবে। সেই জায়গা ফুলে উঠবে, প্রদাহ হবে।
জল লাগলেই ফোস্কার মতো র্যাশ বের হতে পারে, ত্বক লালচে হয়ে যেতে পারে।
ফুসকুড়ি এবং সেখান থেকে চুলকানি হতে পারে।
বাড়াবাড়ি হলে মুখের ভেতর ঘা হতে পারে, তখন খাবার খেতে, ঢোক গিলতে সমস্যা হবে।
শ্বাসকষ্ট হতে পারে।
এই ধরনের উপসর্গ দেখা দিলে ডাক্তার দেখাতে হবে। জল থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে। ভিজে জামাকাপড় গায়ে রাখলে ১৫ মিনিটের মধ্যে রিয়্যাকশন শুরু হবে। কাজেই ডাক্তার দেখিয়ে দ্রুত থেরাপি শুরু করতে হবে।