শেষ আপডেট: 23rd July 2023 14:49
দ্য ওয়াল ব্যুরো: কথাতেই আছে ‘ইটস অল অ্যাবাউট আস্কিং দ্য রাইট কোশ্চেয়েন’। সেটা পার্লামেন্টের সভায় হোক কিংবা আপনার প্রথম ডেটে।
তবে খাতায়-কলমে যাই বলা হোক না কেন, প্রথম ডেটে সম্ভাব্য পার্টনারকে সামনাসামনি দেখার উত্তেজনা এবং একটা মানুষকে নতুন করে চেনার ভয়-- সব একসঙ্গে তালগোল পাকিয়ে যায় অনেকেরই। তখনই হয় যত গন্ডগোল। তবে আগে থেকে যদি নিজের বলার কথাগুলি একটু সাজিয়ে নেওয়া যায়, তাহলে প্রথম ডেটেই মাত করা যায় বাজি।
তাই সে জন্যে রইল ৫টি এমন প্রশ্ন, যা জিজ্ঞেস করলে আপনার ডেট তো গড়গড় করে এগোবেই আবার কাউকে বোরও হতে হবে না। জেনে নিন প্রশ্নগুলি।
১) ছোটবেলা কেমন কেটেছে?
কাজের চাপ হোক বা দায়িত্বের ভার, এসবের মধ্যে কখন যে হুশ করে ছোটবেলা হারিয়ে যায়, বলা মুশকিল। তাই যতই বড় হয়ে যান না কেন নিজের ডেটে বসে ছোটবেলার গল্প-আড্ডা করা কিন্তু সবসময়ই উপবোগ্য। এ ছাড়া এই প্রশ্নের উত্তরে একে অপরের পরিবার সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন।
২) কীসে সবথেকে বেশি বিরক্ত হন?
সবার আগেই এই প্রশ্ন করে ফেলা উচিত, যদি আপনি আপনার ডেট নিয়ে সিরিয়াস হন। বিরক্তির কারণ আগে থেকে জানা থাকলে অনেক সুবিধে হয় বইকি। একজন মানুষের ব্যক্তিত্ব বোঝার জন্য এই প্রশ্ন কিন্তু একেবারে মোক্ষম ওষুধ।
৩) জীবনের পাওয়া সেরা একটি উপদেশ কী?
এমন কিছু কথা প্রায় সকলেরই থাকে, যা আজীবন সঙ্গে রয়ে যায়। হতে পারে তা আপনার মায়ের বলা কোনও কথা বা আপনার জীবন থেকে শেখা কোনও অনুভূতি। কথা বলুন, ভাগ করে নিন। দেখবেন এই প্রশ্নের উত্তর শেষ হতে না হতেই আপনারা একে অপরের ব্যাপারে কতটা জেনে যাবেন।
৪) কী পেলে বা করলে সবথেকে বেশি আনন্দ হয়?
হতে পারে একটা চকলেট বা বই অথবা ভাল খাবার। যেটা দেখলেই আপনি একদম ছোট্টটি হয়ে যান, প্রায় লাফিয়ে-ঝাঁপিয়ে আনন্দ প্রকাশ করেন। হয়তো কোনও ছবি যেটা দেখলেই আপনার মন ভাল যায় বা কোনও গান যেটা শুনলে এমনিই নাচতে ইচ্ছে করে। এই প্রশ্নের যে কত দিক হতে পারে তা আপনার জানা নেই। এবার করেই ফেলুন না সাহস করে প্রশ্নটা।
৫) সাধারণত একটা দিন আপনি কীভাবে কাটান?
একটা মানুষ কীভাবে তার দিন কাটায়, সেটা জানলেই বোঝা যায় মানুষটার দৈনন্দিন রুটিন কেমন, তাঁর স্বভাব কেমন বা তাঁর শখ কীসে? এই প্রশ্নের মাধ্যমে আপনি যেমন মানুষটির ব্যক্তিত্ব বুঝতে পারবেন আবার বুঝতে পারবেন তাঁর মনের অবস্থার কথাও।
হিসু করে প্লেন ভাসালেন মহিলা! দাবি, বাথরুমে যেতে দেওয়া হয়নি, ভিডিও ভাইরাল