শেষ আপডেট: 25th August 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: মানসিক চাপ যেন আমাদের নিত্য সঙ্গী। স্কুল-কলেজে পড়ার চাপ, অফিসের ডেডলাইন, ওয়ার্ক লোড, লোনের ইএমআই থেকে ব্যক্তিগত জীবন- স্ট্রেস দিন দিন বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মনোবিদদের মতে, গত কয়েক দশক ধরেই মানসিক চাপ মানুষের ইচ্ছাশক্তি হ্রাস করেছে। আত্মহত্যার প্রবণতা বাড়িয়েছে অনেকখানি। সময়ের তুলনায় ব্যস্ততা বেড়ে যাওয়া ও কোনও কোনও ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার সঙ্গে নিজেকে খাপ না খাওয়াতে পারা, এ সবের জন্যই থাবা বসাচ্ছে অবসাদ। তীব্র মানসিক চাপ বা স্ট্রেস জন্ম দিতে পারে নানাবিধ রোগের, এমনটাই জানাচ্ছেন গবেষকেরা। স্ট্রেস থেকে হতে পারে বদহজম, বমি, পেটের নানা রোগ। তবে, সবচেয়ে বেশি ভয়ের কারণ হল স্ট্রেসের কারণে হতে পারে ক্যানসারও। অবাক লাগলেও, এমনটাই সত্যি। বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ শরীরে তার ছাপ রেখে যায়। অতিরিক্ত স্ট্রেস কমায় রক্ত সঞ্চালন। চড়চড় করে বাড়তে থাকে রক্তচাপ। ফলে পৌষ্টিকতন্ত্রের ক্রিয়া ব্যাহত হয়ে দেখা হজমের সমস্যা ও পেটের নানা রোগ। এই সমস্যা বাড়তে থাকলে একসময় পৌষ্টিকতন্ত্রে কোষ এবং ক্ষুদ্রান্ত্র (Intestine)-এর কোষ তাদের কাজ করা বন্ধ করে দেয়। আভ্যন্তরীণ রক্তক্ষরণও হতে পারে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সাধারণত, পৌষ্টিকতন্ত্রের সমস্যার কারণে দু’ধরণের রোগ হওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকে-১) গ্যাসট্রোইন্টেসটেনাল ক্যানসার (Gastrointestinal Cancer) এবং ২) গ্যাসট্রোইন্টেটেসটেনাল ব্লিডিং (Gastrointestinal Bleeding)। তা ছাড়া নিয়মিত হজমের সমস্যা, বমি ইত্যাদি কারণে বাড়তে পারে কোষ্ঠকাঠিন্য, পাইলসের মতো সমস্যা। চিকিৎসকেরা জানাচ্ছেন, ঘন ঘন পেট ব্যথা হওয়ায় আশ্চর্য নয়। এমনকি ক্রনিক পেটের সমস্যা তৈরি হয়েছে এমন নারী ও পুরুষের সংখ্যাও নেহাত কম নয়।