ফাইল চিত্র
শেষ আপডেট: 12th November 2024 13:51
দ্য ওয়াল ব্যুরো: ১৮ বছর ধরে গোপনাঙ্গে ব্যথা সহ্য করছিলেন থাইল্যান্ডের একজন ৩৬ বছর বয়সী মহিলা। যে ব্যথা দিনের পর দিন বাড়তেই থাকে। অবশেষে জানা গেল একটি শিউরে ওঠা ঘটনা। প্রসবের সময় ভুল করে সেই মহিলার গোপনাঙ্গে একটি ছুঁচ চলে যায়। যার জেরে থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।
কীভাবে ঘটে এই ঘটনা? জানা গিয়েছে, ১৮ বছর আগে ওই মহিলার সন্তান প্রসবের পর একজন নার্স ভুল করে যৌনাঙ্গের মধ্যে একটি ছুঁচ ঢুকিয়ে ফেলেছিলেন। ডাক্তার সেই ছুঁচ বের করার চেষ্টা করেও পারেননি। আঙুল ঢুকিয়েও খুঁজে পাননি। ফলে সেলাই দিতে দেরি করলে রক্তপাতের ঝুঁকি আরও বাড়তে পারে এই ভয়ে, ডাক্তার সূঁচ না বের করেই সেলাই দেওয়ার সিদ্ধান্ত নেন।
পাভেনা ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড উইমেন অনুসারে, যৌনাঙ্গে সেলাই করতে দেরি হলে তা রক্তক্ষরণের ঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে। তাই ডাক্তার ছুঁচটি ভিতরে রেখেই সেলাই করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি ওই মহিলা পাভেনা ফাউন্ডেশনের কাছে সাহায্য চাইলে এই ঘটনা প্রকাশ্যে আসে। এই অলাভজনক সংস্থাটি নারী ও শিশুদের নিরাপত্তার জন্য কাজ করে।
তাদের মতে, ওই মহিলা গত ১৮ বছর ধরে তলপেটে ব্যথায় ভুগছিলেন, যা আরও বাড়তে থাকে। আশ্চর্যের বিষয় হল, এত বছর ধরে একটানা যন্ত্রণা সহ্য করেও তিনি বুঝতেই পারেননি যে এমন ভয়াবহ কিছু তাঁর সঙ্গে ঘটেছে। তারপরে একটি এক্স-রেতে সেই ছুঁচ ধরা পড়ে।
এ বিষয়ে স্থানীয় চিকিত্সকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তারপরে দেখা গিয়েছে সেই সূঁচ এক জায়গায় আটকে নেই। শরীরের ভিতরে ক্রমাগত নড়াচড়া করছে। ফলে এখনই অস্ত্রোপচার চালানো সম্ভব নয়। তবে চিকিৎসার মধ্যেই থাকতে হবে সেই মহিলাকে। পাভেনা ফাউন্ডেশনের প্রধান পাভেনা হংসাকুল সেই মহিলার চিকিৎসায় কিছুটা আর্থিক সহায়তা করছে।