Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সদ্যোজাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, কবর দেওয়ার ঠিক আগেই কেঁদে উঠল শিশু, চাঞ্চল্য মহারাষ্ট্রেকেরলে কংগ্রেস জিতলে শশী তারুর ‘বেশি পছন্দের’ মুখ্যমন্ত্রী? বলছে সমীক্ষানবান্নে মমতা-ওমর বৈঠক, কাশ্মীরকে ঘিরে ‘ভালবাসা আর নিরাপত্তার’ বার্তা, দুর্গাপুজোয় আমন্ত্রণমতি নন্দীর ছোটগল্প আসলে মধ্যবিত্ত কেরানি চরিত্র ও তাদের বিবর্ণ জীবনের স্ফটিকস্বচ্ছ আয়নাসরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবা
Iran Israel Conflict

মরলে মরব, তেহরান ছেড়ে যাব না! বিবিসির সাংবাদিককে বলেছেন বাবা-মা, বলছেন আরও অনেক ইরানি

প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধের খবর করার পাশাপাশি তিনি গুরুতর এক পারিবারিক সমস্যায় পড়েছেন। তাঁর বৃদ্ধ বাবা-মা তেহরানের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে নারাজ।

মরলে মরব, তেহরান ছেড়ে যাব না! বিবিসির সাংবাদিককে বলেছেন বাবা-মা, বলছেন আরও অনেক ইরানি

বিবিসি'র তেহেরানের সাংবাদিক। নিরাপত্তার কারণে তাঁর বাবা-মায়ের মুখ আড়াল করা হয়েছে

শেষ আপডেট: 20 June 2025 04:53

দ্য ওয়াল ব্যুরো: পারহাম গোহবাডি (Parham Gohbadi)। বছর চল্লিশের এই যুবক রাতের পর রাত জাগছেন। দিনের বেলাও দু-চোখ এক করার সুযোগ নেই। সকাল হলে অফিসে, বাড়িতে ফিরেও ল্যাপটপের সামনে বসতে হচ্ছে। কারণ, গোটা বিশ্বকে তেহরানের পরিস্থিতি যে সাংবাদিকেরা জানাচ্ছেন গোহবাডি তাঁদের একজন। তিনি বিবিসি-র ফারসি ভাষার সাংবাদিক (BBC Teheran correspondent in Persian service) ।

প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধের খবর করার পাশাপাশি তিনি গুরুতর এক পারিবারিক সমস্যায় পড়েছেন। তাঁর বৃদ্ধ বাবা-মা তেহরানের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে নারাজ।

এদিকে, ইরানের রাজধানীর যে পরিস্থিতি তাতে মৃত্যু একপ্রকার দুয়ারে বলা চলে। ইরানে মার্কিন সেনা যুদ্ধ জড়াবে কিনা দু-সপ্তাহের মধ্যে তিনি ঘোষণা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । তবে তেহরানের বাসিন্দাদের উদ্দেশে জানিয়ে দিয়েছেন, নিরাপদ স্থান বেছে নেওয়াই ভাল।

ইজরায়েলের হামলা বিধ্বস্ত তেহেরানের একাংশ

বিবিসি-র সাংবাদিক পারহাম গোহবাডি জানাচ্ছেন, শুধু তাঁর বাবা-মা’ই নন, অনেক প্রবীণ নাগরিকই একই কথা বলেছেন ছেলেমেয়েদের। তাঁদের বক্তব্য, এই বয়সে আর নিজের বাড়ি, নিজের শহর ছাড়তে চাই না। কেউ কেউ বলেছেন, ওষুধপত্রের আকালে এমনীতেই মরতে হবে বহু মানুষকে। যুদ্ধে মরতে হয় মরব।

গোহবাডির বাবা ডায়াবেটিক। রোজ তিনবেলা ওষুধ লাগে। মায়ের হালে ভার্টিগোর সমস্যা দেখা দিয়েছে। তিনি হাঁটাচলা করতে পারেন না। শয্যাশায়ী। এই অবস্থায় তাঁরা বাড়ি ছাড়তে নারাজ। ওই সাংবাদিকের বাবা বলেছেন, তেহরানে তবু ওষুধপত্র পাচ্ছি। অন্যত্র সেটাও মিলবে কিনা সন্দেহ। তাই নিজের বাড়িতেই সম্মানের সঙ্গে মৃত্যু হওয়া ভাল।

বিবিসি-র সাংবাদিক জানাচ্ছেন যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তেহরানের নাগরিকদের অনেকের মধ্যেই মানবিক মূল্যবোধ, পরিবার ও প্রতিবেশীদের প্রতি কর্তব্যবোধ অনন্য। এক প্রতিবেশী মহিলা বলেছেন, আমাদের পাড়ায় একজন অ্যালঝাইমার্সে আক্রান্ত আছেন। একজনের হুইল চেয়ার নির্ভর জীবন। তাঁদের ফেলে রেখে কী করে যাব?

শুধু পরিবার-প্রতিবেশীই নন, মৃত্যু দুয়ারে কড়া নাড়ছে বুঝেও বহু মানুষ শহর ছাড়ছেন না বিড়াল, কুকুরের মায়ায়। তেহরানের রাস্তায় বহু বিড়াল ঘুরে বেড়ায়। প্রায় সব পাড়ায় কুকুর আছে। স্থানীয়রা তাদের দেখভাল করে। অনেকে পোষ্য সঙ্গে নিয়ে বাড়ি ছেড়েছেন। কিন্তু রাস্তার, কুকুর-বিড়ালগুলির কী হবে? অবলা প্রাণিগুলির জন্যও অনেকে বাড়ি ছাড়ছেন না।

এমন অনেক পোষ্যের দেখভাল করছেন এই তরুণ। তিনিও তেহেরান ছেড়ে যাবেন না

এদিকে, ইরানের রাজধানীর পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। মালপত্রের অভাবে বেশিরভাগ দোকান বন্ধ। যা কিছু ছিল রাতারাতি বিক্রি হয়ে গেছে। বেশিরভাগ এটিএম বন্ধ। পেট্রল পাম্পে বিশাল লাইন। বেশিরভাগ পাম্প ফাঁকা হয়ে গেছে।


ভিডিও স্টোরি