শেষ আপডেট: 15th April 2025 13:46
দ্য ওয়াল ব্যুরো: জাপানে এখন ভাইরাল এক আশ্চর্য ঘটনা। ৭০ বছরের মাঙ্গা শিল্পী রিও তাতসুকি ফের চর্চায়, তাঁর ভবিষ্যদ্বাণীমূলক মাঙ্গা 'দ্য ফিউচার দ্যাট আই স' ঘিরে। সেই বইয়ে তিনি একাধিক ঘটনার কথা আগাম বলে দিয়েছিলেন, দাবি তাঁর অনুগামীদের। এবার সামনে এসেছে আরও একটি আশঙ্কাজনক ভবিষ্যদ্বাণী—২০২৫ সালের জুলাই মাসে জাপানে এক ভয়াবহ সুনামি আছড়ে পড়বে।
১৯৯৯ সালে প্রকাশিত তাতসুকির বইটি ইতিমধ্যেই ইন্টারনেটে আবার ঘুরে বেড়াচ্ছে। কারণ, এই বইয়ে আগে থেকেই উল্লেখ ছিল ১৯৯৫ সালের কোবে ভূমিকম্প এবং ২০১১ সালের ভয়াবহ তোহোকু ভূমিকম্প ও সুনামির কথা। এমনকি, ‘মার্চ ২০১১: একটি বড় বিপর্যয় আসছে’—শিরোনামে একটি অধ্যায় ছিল, যা ১১ মার্চ ২০১১ সালের ঘটনাকে প্রায় নিখুঁতভাবে মিলে যায়।
এই বইয়ে তাতসুকি লিখেছিলেন প্রিন্সেস ডায়ানা ও ফ্রেডি মার্কারির মৃত্যু নিয়েও। এমনকি ২০২০ সালের একটি “অজানা ভাইরাস” সম্পর্কে সতর্কতা ছিল, যা অনেকেই এখন কোভিড-১৯-এর ভবিষ্যদ্বাণী বলে মনে করছেন। তাঁর দাবি, ভাইরাসটি দশ বছর পর আবার ফিরে আসতে পারে। সবচেয়ে আশঙ্কার বিষয়, বইয়ের একটি অধ্যায়ে তাতসুকি বর্ণনা করেছেন এক ভয়ানক সুনামির স্বপ্ন—যা ২০১১ সালের থেকেও তিন গুণ বড়।
তিনি লিখেছেন, “জাপানের দক্ষিণের সমুদ্র ফোটায় উঠছে, গ্যাস বুদ্বুদের মতো ফেটে পড়ছে একটি হীরের মতো আকারের এলাকায়—যা উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, তাইওয়ান ও জাপানকে সংযুক্ত করে।”তাঁর এই লেখা এখন অনেকেই ‘ভবিষ্যদ্বাণীমূলক কমিক’ বলে উল্লেখ করছেন। জাপান প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ এলাকায় থাকায়, অনেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। কেউ কেউ তাতসুকিকে ‘জাপানের বাবা ভ্যাঙ্গা’ বলেও সম্বোধন করছেন। কেউ আবার মজা করে লিখেছেন, “এই বইটাই আসল ডেথ নোট।”
তবে বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক না ছড়িয়ে বৈজ্ঞানিক সতর্কতা ও ভূতাত্ত্বিক গবেষণাকেই গুরুত্ব দেওয়া উচিত। তাতসুকি নিজে এই নিয়ে কোনও মন্তব্য করেননি, তবে তাঁর বই নিয়ে জাপানে যে আলোচনা ফের জোরদার হয়েছে, তা আর অস্বীকার করার উপায় নেই।