Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Iran-Israel Conflicts

ইজরায়েলের ‘জাগ্রত সিংহ’ ইরানের পরমাণু কেন্দ্রে আঁচড় কাটতে ব্যর্থ হল কেন?

এই পরিস্থিতিতে নতুন করে আরব দুনিয়ায় যুদ্ধের ডঙ্কা বাজার অপেক্ষা। 

ইজরায়েলের ‘জাগ্রত সিংহ’ ইরানের পরমাণু কেন্দ্রে আঁচড় কাটতে ব্যর্থ হল কেন?

হামলায় ইজরায়েল প্রায় ২০০টি জেট যুদ্ধবিমানকে আকাশে উড়িয়েছিল।

শেষ আপডেট: 13 June 2025 07:56

দ্য ওয়াল ব্যুরো: ইরানে (Iran) জাগ্রত সিংহ অভিযান (Operation Rising Lion)চালিয়ে শুক্রবার ভোররাতের দিকে ইরানকে তছনছ করে দিয়েছে ইজরায়েল। বিভিন্ন সূত্রের খবর, ইরানের পরমাণু কেন্দ্র নষ্ট করে দেওয়া হয়েছে। যদিও শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, তেজষ্ক্রিয়তার কোনও ঘটনা ঘটেনি। ইজরায়েলের দাবি, ইরান পরমাণু অস্ত্র তৈরি করে জঙ্গিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে, এই হামলার পর সিয়া দেশ ইরানের ধর্মীয় প্রধান আয়াতুল্লা খামেইনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এর ফল ভুগতে হবে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশকে। অন্যদিকে, হামাস, হিজবুল্লা ও হুতি জঙ্গিরাও সমস্ত মুসলিম দুনিয়াকে এককাট্টা হওয়ার ডাক দিয়েছে।

এই পরিস্থিতিতে নতুন করে আরব দুনিয়ায় যুদ্ধের ডঙ্কা বাজার অপেক্ষা। কারণ, আমেরিকা ইজরায়েলি হানার বিষয়ে কোনও মন্তব্য করেনি। হাত ধুয়ে ফেলেছে। ব্রিটেন দুপক্ষকে সংযমী হওয়ার বার্তা দিয়ে চুপ রয়েছে। চিন এ পর্যন্ত চুপ করে থাকলেও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু ইরানে আমেরিকার মদতপুষ্ট ইজরায়েলি হানার বিরুদ্ধে রুখে দাঁড়ানো বার্তা মিলতে পারে। কেননা কিছুদিন আগেই ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলার হুমকি দিয়েছিল আমেরিকা। তার নিন্দা করেছিল ক্রেমলিন।

এই হামলায় ইজরায়েল প্রায় ২০০টি জেট যুদ্ধবিমানকে আকাশে উড়িয়েছিল। যুদ্ধবিমান থেকে ৩৩০টিরও বেশি বিভিন্ন প্রকারের বোমা বর্ষণ করা হয়েছে। ইরানের ১০০টির বেশি নিশানায় আঘাত হেনেছে ইজরায়েল। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট বার্তায় জানিয়েছেন যে, এটা একদিনের হামলা। এরকম আক্রমণ চলতেই থাকবে।

এতকিছু সত্ত্বেও ইরানের পরমাণু কেন্দ্র এতই মজবুত যে তা গুঁড়িয়ে দিতে পারেনি ইজরায়েলি বাহিনী। কারণ এটা তৈরি করতে ইরান সরকার বছরের পর বছর অর্থ ও শ্রম ঢেলে দিয়েছে। যে কোনও ধরনের সামরিক হামলার মোকাবিলা করার মতো ঢাল রয়েছে এই পরমাণু কেন্দ্রে। এক সমর বিশেষজ্ঞ জানিয়েছেন, ইরান এর বাইরের অংশে এমন শক্ত কংক্রিট দিয়ে বাঁধাই করে রেখেছে, যা সাধারণ হামলায় ভাঙবে না। এছাড়াও ইরানে এমন বেশ কয়েকটি পরমাণু কেন্দ্র রয়েছে যেগুলি রয়েছে মাটির তলায়। ফলে উপরে বোমাবর্ষণ করলেও তার টিকিটি ছোঁয়া যাবে না। ওয়াশিংটনের এক বিশেষজ্ঞ জানান, ইরানের ফোরডো পরমাণু কেন্দ্রটি জমি থেকে অন্তত আধ মাইল গভীরে তৈরি করা হয়েছে।

অ্যাটলান্টিক কাউন্সিলের গবেষক অ্যালেক্স প্লিটসাস জানান, তেহরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রগুলির সুড়ঙ্গগুলি ৯০ ডিগ্রি বাঁকে রয়েছে। ফলে ধ্বংস করা কঠিন এই কারণেও। বিশেষ করে ক্রুজ ক্ষেপণাস্ত্রও ৯০ ডিগ্রি বাঁক নিতে অক্ষম। ফলে এই কাজ প্রায় অসম্ভব। 


ভিডিও স্টোরি