শেষ আপডেট: 28th February 2024 19:03
দ্য ওয়াল ব্যুরো: ক্যানসার আক্রান্ত ব্রিটিশরাজ তৃতীয় চার্লস গোপনে উত্তরসূরি নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তাঁর অবর্তমানে যিনি রাজা হবেন, তাঁর নাম ঘোষণা এবং যৌবরাজ্যে অভিষিক্ত করে রাখতে চাইছেন চার্লস। কিন্তু পুরোটাই চলছে দুই ছেলেকে অন্ধকারে রেখে এবং তাঁদের পরামর্শ না নিয়েই। বাকিংহাম রাজপ্রাসাদের অন্দরের খবর যিনি রাখেন সেই রাজপরিবার বিশেষজ্ঞ, লেখক টম কুইন এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।
চার্লস ও ডায়ানার দুই ছেলে। যুবরাজ উইলিয়াম এবং হ্যারি। কুইনের মত অনুযায়ী, যুবরাজ উইলিয়ামকে সামনে রেখে এগোতে চাইছেন চার্লস। উত্তরসূরি নির্বাচনের পর্বটি রীতিমতো অত্যন্ত গোপনীয়। হ্যারিকে এতে রাখার কোনও প্রশ্নই নেই বলে মনে করেন কুইন।
টম আরও বলেন, প্রিন্স অফ ওয়েলসকে অভিষিক্ত করার ব্যাপারে সম্ভাবনা থাকলেও কেউ হ্যারিকে বিশ্বাস করতে পারছে না। সাম্প্রতিক হ্যারির আচার-আচরণ, মিডিয়া সাক্ষাৎকারে রাজপরিবারের বিরুদ্ধে অনেক কিছু ফাঁস হয়ে গিয়েছে। 'মিরর'কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে টম কুইন বলেন, চার্লস মধ্য ৮০ পর্যন্ত জীবিত থাকবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু, তার আগেই রাজপরিবারের রীতি অনুযায়ী পরবর্তী রাজা নির্বাচনের পর্বটি সেরে রাখতে চান।
বিষয়টি এতটাই গোপনে চলছে যে হ্যারি যেন ঘূণাক্ষরেও না টের পান। কারণ তাহলেই তিনি রাজা হতে পারলে বা না পারলে সোজা মিডিয়ায় গিয়ে মুখ খুলে দিতে পারেন বলে আশঙ্কা। প্রসঙ্গত, একটি স্মৃতিকথা নির্ভর বইতে যুবরাজ হ্যারি বিতর্ক চাগিয়ে তোলেন। যেখানে তিনি রাজপরিবারের বেশ কয়েকজন সদস্যের খোলাখুলি সমালোচনা করেন। ওই বই থেকেই তাঁর সঙ্গে ভাই যুবরাজ উইলিয়ামের মনোমালিন্যের কথা জানতে পারে দুনিয়া।
তিনি বাবা চার্লসেরও সমালোচনা করেছেন ওই বইতে। হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কলের নেটফ্লিক্স ডকুসিরিজেও রাজপরিবারের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করেন তিনি।