শেষ আপডেট: 16th September 2024 11:36
দ্য ওয়াল ব্যুরো: ফ্লোরিডার গলফ কোর্সে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির চালানোর অভিযোগ উঠেছে। তাঁকে 'হত্যার ছক' করার অপরাধে গ্রেফতার হয়েছেন রায়ান ওয়েসলি রাউথ নামের এক ব্যক্তি। তাঁর কাছ থেকে একে-৪৭ রাইফেল থেকে শুরু করে 'গো-প্রো' ক্যামেরাও উদ্ধার করা হয়েছে। কিন্তু কেন তিনি ট্রাম্পকে খুন করতে চাইলেন? এই ব্যক্তির পরিচয় কী?
এফবিআই জানিয়েছে, গলফ কোর্সের যে জায়গা থেকে গুলি চালানো হয়েছে সেখান থেকে ডোনাল্ড ট্রাম্পের দূরত্ব ৫০০ মিটারের মধ্যে ছিল। অন্তত চারবার গুলি চলেছে। রায়ান এই প্রথমবার গ্রেফতার হননি। এর আগে ২০০২ সালে অটোমেটিক বন্দুক সহ তিনি ধরা পড়েছিলেন। যদিও কবে এবং কীভাবে তিনি মুক্তি পেয়েছিলেন তা স্পষ্ট নয়। তবে ট্রাম্পের সঙ্গে তাঁর শত্রুতা পুরোপুরি রাজনৈতিক কারণেই বলে মনে করা হচ্ছে।
রায়ান ওয়েসলি রাউথ আদতে ঘোরতর ভাবে ট্রাম্পের বিরোধী। আর এই নিয়ে সমাজমাধ্যমেও তিনি বহুবার লেখালেখি করেছেন। ট্রাম্প আবার দেশের প্রেসিডেন্ট হন, এমনটা কখনই চাননি রায়ান। সেই প্রেক্ষিতেই এই হামলার পরিকল্পনা তিনি করেছিলেন বলে অনুমান করছেন গোয়েন্দারা। এখানেই রায়ানের 'কীর্তি' শেষ নয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে তিনি অংশও নিয়েছিলেন বলে খবর পেয়েছেন তদন্তকারীরা। যুদ্ধে ইউক্রেনের হয়ে লড়েছিলেন তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের একেবারে শুরুর সময়ে সেখানে গিয়েছিলেন রায়ান। বেশ কিছু যুদ্ধ করার পর কয়েকটি অস্ত্রও জোগাড় করেন তিনি। আমেরিকানদের এই যুদ্ধে যুক্ত হওয়ার বার্তাও দিয়েছিলেন এই বছর ৫৮-এর প্রৌঢ়। পরে দেশে ফিরে এসে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত সেই যুদ্ধ নিয়েও লিখেছিলেন তিনি।
কয়েক সপ্তাহ আগেই পেনসিলভেনিয়ায় এক জনসভায় বক্তব্য রাখার সময় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছিল। তাঁর কান ছুঁয়ে চলে গেছিল গুলি। এবার আরও একবার তাঁকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়েছে। যদিও ট্রাম্পের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি একদমই আতঙ্কিত নন। বরং খোশমেজাজে আছেন।