ডোনাল্ড ট্রাম্প।
শেষ আপডেট: 9th November 2024 14:30
দ্য ওয়াল ব্যুরো: বিপুল ভোটে জিতে সদ্য আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার পরেই জানা গেছে, ট্রাম্পকে খুনের ছক কষা হয়েছিল কয়েক মাস আগেই। ঘটনাচক্রে তা সফল হয়নি। একথা জানার পর থেকেই আমেরিকার রাজনীতিতে উঠে এসেছে ফারহাদ শাকেরির নাম।
কে এই ফারহাদ শাকেরি?
ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা একটি মামলার শুনানিতে জানা গেছে, ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ড অর্থাৎ রিভোলিউশনারি গার্ডের (আইআরজিসি) এক অফিসার গত সেপ্টেম্বরে ট্রাম্পের উপর নজরদারি চালানোর দায়িত্ব দেন এই ফারহাদ শাকেরিকে। শুধু তাই নয়, সাত দিনের মধ্যে ট্রাম্পকে খুনের পরিকল্পনাও করতে বলেছিলেন সুযোগমতো। সেই মতো ফারহাদ শাকেরি ট্রাম্পের উপর নজরদারি চালালেও, শেষমেশ হত্যার পরিকল্পনা করতে পারেননি।
মামলায় জানা গেছে, সেপ্টেম্বরে খুনের পরিকল্পনা সফল না হওয়ায় ফারহাদ শাকেরিকে সুপারি দেওয়া ওই ইরানি অফিসার বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের পরেই ফের খুনের প্ল্যান করতে। ট্রাম্প হারবেন বলেই ভেবেছিলেন তিনি, তখন তাঁকে হত্যা করা সহজ হবে।
শেষমেশ ট্রাম্প জিতেছেন এবং আবারও পরিকল্পনা ভেস্তে গিয়েছে। তবে বিষয়টি সামনে আসার পরেই আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনা শুরু হয়েছে এই নিয়ে। দাবি করা হচ্ছে, আমেরিকায় ট্রাম্প ও অন্য আমেরিকান শীর্ষ আধিকারিকদের খুনের ছক কষছে ইরান। আগামীদিনে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে।
এফবিআই জানিয়েছে, ফারহাদ শাকেরি তরুণ বয়সে আমেরিকায় এসেছিলেন আফগানিস্তান থেকে। তবে তা কত সালে, বা তিনি কোথায় থাকতেন, সে সব এখনও জানানো হয়নি। জানানো হয়নি ওই ইরানি অফিসারের নামও।
তবে পুলিশি তথ্য বলছে, এর আগেও খুনের অভিযোগ রয়েছে শাকেরির বিরুদ্ধে। ১৯৯৪ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর জেলও খেটেছেন তিনি। জেলে থাকাকালীন তিনি নাকি সহযোগীদের সঙ্গে দেখাও করেছিলেন। এর পরে ২০১৫ সালে তাঁর কারাদণ্ড শেষ হয়। এর চার বছর পরে ফের ৯২ কেজি হেরোইন-সহ শ্রীলঙ্কায় আটক করা হয় ফরহাদ শাকেরিকে।
এবার আবারও নাম উঠে এল ফারহাদ শাকেরির। তবে এবারের অভিযোগ মারাত্মক।