শেষ আপডেট: 17th February 2025 17:30
দ্য ওয়াল ব্যুরো: মেরেকেটে বয়স পাঁচ বছর। পরনে সাদা ফ্রক, মাথায় টুপি। হাতে গোলাপি রঙের ব্যান্ড। দাদুর হাত ধরে চুপ করে দাঁড়িয়ে আছে সে। কখনও সবাইকে হাত নাড়া দিচ্ছে, আবার কখনও নিজের মর্জিমতো ছবিও তুলছে। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি ভাইরাল হতেই প্রশংসা কুড়োলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি হোয়াইট হাউসের তরফে কিছু ছবি প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে দাদুর হাত ধরে দাঁড়িয়ে আছেন ছোট্ট ক্যারোলিনা।
বুধবার ডেটোনা ৫০০ একটি শোতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গাড়িতে সঙ্গে নিয়েছিলেন নাতনিকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প ও ক্যারোলিনার ছবি ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, গাড়ির বন্ধ দরজার ভিতর থেকে রেসিং গাড়ির প্রতিযোগিতা দেখতে আসা দর্শকদের দিকে হাত নাড়াচ্ছেন তিনি। ছুড়ে দিচ্ছেন ফ্লাইং কিসও।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর নাতনির এমন সুন্দর মুহূর্ত সামনে আসতেই অনেকে শুভেচ্ছায় ভরিয়েছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা, "পর্দার পিছনে ট্রাম্প এবং ক্যারোলিনাই আসল বিস্ট"। পোস্টটিতে লেখা হয়েছে #DAYTONA500-এ ট্রাম্প এবং ক্যারোলিনার বিশেষ মুহূর্ত ভিডিওতে তুলে ধরা হয়েছে।
BEHIND THE SCENES with President Trump and Carolina in The Beast at #DAYTONA500 ???????? pic.twitter.com/z4X8DIfePF
— The White House (@WhiteHouse) February 16, 2025
মার্কিন প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্প ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করেছ লিখেছেন, ডেটোনা ৫০০-তে ক্যারোলিনা ট্রাম্প এবং দাদুর আরেকটি সুন্দর ছবি। ক্যারোলিনা ২০১৯ সালের জন্মগ্রহণ করেন।
তবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ট্রাম্প বলেন, ডেটোনা ৫০০ জীবনের সকল স্তরের মানুষের গতি, অ্যাড্রেনালিন এবং দৌড়ের রোমাঞ্চের প্রতি মানুষের আবেগকে একত্রিত করে। ট্র্যাকে ইঞ্জিনের গর্জন থেকে শুরু করে স্ট্যান্ডের মধ্য দিয়ে 'দ্য স্টার-স্প্যাংল্ড ব্যানার'-এর প্রতিধ্বনি পর্যন্ত, ডেটোনা ৫০০ আমেরিকার মান আরও বাড়িয়ে তুলেছে। ২০২০ সালে ট্রাম্প নিজেও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।