আটকে যাওয়া ভারতীয়রা দু দেশের দূতাবাসে যোগাযোগ করেও সাড়া পাচ্ছেন না বলে খবর।
শেষ আপডেট: 16 June 2025 07:03
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল (Israel) ও ইরানের (Iran) মধ্যে যুদ্ধ ক্রমে ভয়ানক রূপ নিচ্ছে। দুই দেশেরই শীর্ষ অসামরিক ও সামরিক নেতৃত্ব নিজেদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। বাঙ্কারে (Bunker) আশ্রয় নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Israeli Prime Minister Benjamin Netanyahu) এবং ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (Supreme Leader Ayatollah Ali Khamenei) । দুই দেশই প্রতিপক্ষের শীর্ষ নেতাকে হত্যার ষড়যন্ত্র করেছে বলে খবর। ইজরায়েলের তেল আভিভ এবং ইরানের তেহরানের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে ধ্বংস হয়েছে।
এই পরিস্থিতিতে দুই দেশের নাগরিকেরাই নিরাপদ স্থানে চলে যেতে শুরু করেছেন গত শনিবার থেকে। সমস্যায় পড়েছেন ভারতীয়-সহ বিদেশি নাগরিকেরা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন-সহ ইউরোপের বহু দেশ তাদের নাগরিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আগেই সরিয়ে নিয়েছে। আটকে যাওয়া ভারতীয়রা দু দেশের দূতাবাসে যোগাযোগ করেও সাড়া পাচ্ছেন না বলে খবর।
একটি সুত্রের খবর, শুধু তেহরানেই প্রায় দেড় হাজার ভারতীয় ছাত্র আটকে আছে। তারা দ্রুত দেশে ফিরতে আগ্রহী। তেল আভিভ ছাড়াও ইজরায়েলের বহু শহরে ভারতীয়রা আছে। তাদের বড় অংশ শ্রমিক। দু বছর আগে বিশেষ চুক্তি বলে প্রচুর ভারতীয় শ্রমিককে ইজরায়েল নিয়েছে। এখন যুদ্ধ পরিস্থিতিতে তাদের কীভাবে দেশে ফেরানো হবে সে ব্যাপারে ভারত সরকারের তরফে এখনও সুস্পষ্ট নির্দেশিকা জারি হয়নি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইজরায়েল ও ইরানের বিদেশমন্ত্রীদের সঙ্গে রবিবার ফোনে কথা বলেছেন। সেই আলোচনায় ভারতীয়দের ফেরানোর বিষয়ে কথা হয়েছে কিনা এখনও সরকার সে ব্যাপারে কিছু জানায়নি। যদিও গত সপ্তাহ থেকে তেল আভিভ এবং তেহরানের আকাশ পথ অসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ রয়েছে।